সম্প্রতি ভারতে চলমান হিজাব বিতর্কের মাঝে একজন বোরকা পড়া নারীকে কিছু যুবকের উত্ত্যক্ত করার একটি ভিডিওকে ভাইরাল করা হয়েছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে একজন লিখেছেন “আল্লাহ তুমি জালেমদের হাত থেকে আমাদের সকল মা বোনদের কে হেফাজত করো আমিন”। নিউজচেকার যাচাই করে দেখেছে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
Fact Check/ Verification
ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মরোক্কো ভিত্তিক সংবাদমাধ্যম ‘Morocco World News’ – এ ২০১৫ সালের ২৮ অক্টোবরে “Morocco: Video of Mob Assaulting Woman on Ashura Day Stirs Outrage” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি ফ্রান্স ভিত্তিক গণমাধ্যম France24 – এ ২০১৫ সালের ৩০ অক্টোবরে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৫ সালে পবিত্র আশুরার দিনে মরক্কোর ক্লাসাবাংকায় কিছু তরুণ একটি মেয়ের দিকে ডিম, ময়দা এবং পানি ছুড়ে মেরে ছিলো। মরক্কোতে ধর্মীয় ছুটির দিন গুলোতে বাচ্চারা আতশবাজি, ডিম, সাবান সহ বিভিন্ন ধরণের বস্তু ছুড়ে থাকে। তবে এটি কোনো ইসলাম বিদ্ধেষী কর্মকান্ড নয়।
Read More: সৌদি আরবের জাতীয় পতাকা পরিবর্তন হচ্ছে না
Conclusion
২০১৫ সালে মরক্কোর একটি ঘটনার ভিডিওকে বর্তমানে সময়ে ভারতে চলমান হিজাব বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ভাইরাল করা হয়েছে।
Result – Misleading
Our Sources
Morocco World News: https://www.moroccoworldnews.com/2015/10/171347/morocco-video-of-mob-assaulting-woman-on-ashura-day-stirs-outrage/
France24: https://observers.france24.com/en/20151030-debunked-supposed-islamophobic-attack-moroccan-girl
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।