Claim
হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে – মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Fact
এমন কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি এবং প্রচারিত মন্তব্যটি জাতীয় দৈনিক প্রথম আলোর ফটোকার্ড নকল করে তৈরির মাধ্যমে প্রচার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর ফটোকার্ডের আদলে তৈরি একটি ছবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হিরো আলমকে নিয়ে করা মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে লিখা রয়েছে “হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে”। ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুসন্ধান করা হলে এমন তথ্য সহ কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, গত ১৮ জুলাইয়ে প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে জানানো হয় হিরো আলমকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে আলোচিত ফটোকার্ডটিকে ভূয়া।
তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে হিরো আলমকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উক্ত মন্তব্যের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
Conclusion
‘হিরো আলম আমাদের অনুপ্রেরণা, সাহস। বিএনপি নির্বাচনে এলে হিরো আলমকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে’ শীর্ষক একটি তথ্যকে মির্জা ফখরুল ইসলামের মন্তব্য দাবিতে প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে যা সম্পুর্ণ মিথ্যা।
Result: False
Our Sources
Prothom Alo’s Facebook Page
Prothom Alo Website
Prothom Alo Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।