বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkমাহি বাজাজ বাঁধের ভিডিওকে ফারাক্কা বাঁধ খুলে দেয়ার ভিডিও দাবিতে প্রচার

মাহি বাজাজ বাঁধের ভিডিওকে ফারাক্কা বাঁধ খুলে দেয়ার ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক বিনোদনমূলক ভিডিও-শেয়ারিং মাধ্যম টিকটকে ভারতে অবস্থিত ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

@abdur__rahman67

#কান্নার_ কোনো- ওজন_ নেই😢😢😢😢#কান্না _ঝরে -চোখের _জল 😭😭#officeal #tiktok [email protected] @donbadshajuyel @adjewhmi

♬ original sound – ◥ Toi Kedeh😐 ◤

ভাইরাল ভিডিওটিতে প্রায় ১৭ লাখ বার দেখা হয়েছে এবং ২ লাখ ২১ হাজার লাইক করা হয়েছে।

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল ভিডিওটি ফারাক্কা বাঁধের নয়।

Fact Check/ Verification

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে TechTravelFunFood নামের ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১২ আগস্ট “Mahi Bajaj Sagar Dam Banswara Rajasthan India” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ভ্রমণ ভিত্তিক ওয়েবসাইট TripAdvisor ব্যবহারকারীদের প্রকাশিত ছবির সাথে এই বাঁধের মিল পাওয়া যায়।

মাহি

এছাড়া, গুগল আর্থের সহায়তায় আলোচিত ভিডিওর স্থানটির অবস্থান নিশ্চিত হওয়া যায়। মূলত ভাইরাল ভিডিওতে থাকা বাঁধটি ভারতের রাজস্থানের মাহি নদীতে অবস্থিত মাহি বাজাজ সাগর বাঁধ। 

Read More: না, পুতিন বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নয়, রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উদযাপনে পুষ্পস্তবক অর্পনের দৃশ্য

অন্যদিকে ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত। তাছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে এমন কোনো খবর ভারতীয় এবং দেশীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়নি।

Conclusion

রাজস্থানে অবস্থিত মাহি বাজাজ সাগর বাঁধের পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ার ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হচ্ছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular