রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkভূমি আইন পাস সম্পর্কিত ফেসবুকে প্রচারিত তথ্যটি ভুয়া

ভূমি আইন পাস সম্পর্কিত ফেসবুকে প্রচারিত তথ্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর  হয়েছে দাবিতে ১৩টি দফা নিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।  

ভূমি

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

“ভূমি নতুন আইন” সহ ইত্যাদি কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেইজ ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ-Ministry of Land, Bangladesh এ গত ২২ জানুয়ারিতে প্রকাশিত একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তির পোস্ট খুঁজে পাওয়া যায়। 

গণবিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ‘ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে মর্মে একটি ভুয়া খবর/গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে/ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যা ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় নজরে আসে। এই ধরণের ভুয়া খবর/গুজব জনমনেবিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে- যা মোটেই কাম্য নয় এবং ‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি”।

Read More: জেল থেকে মুক্তি পেয়ে রফিকুল ইসলাম মাদানির ওয়াজ করার ভিডিওটি পুরোনো

তাছাড়া উপরোক্ত ভূমি মন্ত্রণালয়ের পোস্ট সূত্রে আরও জানা যায়, আইন কমিশন ‘ভূমি আইন, ২০২২ (ধারনা পত্র, খসড়া আইন ও সুপারিশ)‘ নামক একটি খসড়া সরকারের কাছে পাঠিয়েছে। পরবর্তীতে খসড়াটি যাচাই করে দেখা যায়, আইন কমিশন বাংলাদেশে প্রচলিত ভূমি সংক্রান্ত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল আইনের সংশোধন, একীভূতকরণ ও সর্বোপরি আধুনিকীকরণের উদ্দেশ্যে ভূমি আইনের খসড়াটি প্রস্তুত করেছে।

Conclusion

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।’ দাবিতে একটি তথ্য প্রচার করা হচ্ছে তবে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular