বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckFact check: লাল মনিরহাটে সম্প্রতি শিলা বৃষ্টি হওয়ার ভিডিওটি মিথ্যা

Fact check: লাল মনিরহাটে সম্প্রতি শিলা বৃষ্টি হওয়ার ভিডিওটি মিথ্যা

Claim- সম্প্রতি লালমনিরহাটে শিলা বৃষ্টি হওয়ার ভিডিও ।


Fact- শিলা বৃষ্টি হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি বেশ পুরাতন একটি ভিডিও যা এর আগেও ভাইরাল হয়।

লাল মনিরহাটে সম্প্রতি শিলা বৃষ্টি হওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। পোস্টটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক এবং টিকটক

বিগত কয়েকদিনে দেশের প্রায় সব জায়গাতেই ভারি বৃষ্টি হয়। এরই জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ কিছু ব্যবহারকারীর আইডিতে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় গত ১৭ই মার্চ দেশের বিভিন্ন জায়গায় ভারি শিলা বৃষ্টি হয়ে যায় যাতে ফসলের ক্ষয়ক্ষতি সহ মানুষ নিহতও হয়।

 

পোস্টটির স্ক্রিনশট দেখুন এখানে- 

লালমনিরহাটে শিলাবৃষ্টি হওয়ার দাবিতে প্রচারিত ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ ইউজার
লালমনিরহাটে শিলাবৃষ্টি হওয়ার দাবিতে প্রচারিত ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ ইউজার

নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, দাবিটি মিথ্যা।

Fact check/ Verification

গত কয়েক দিন জুড়ে দেশের প্রায় সব অঞ্চলেই মাঝারি থেকে ঝড়ো তুফানের সাথে ভারি বৃষ্টি হচ্ছে। তবে কোথাও শিলা বৃষ্টি হওয়ার সংবাদ পাওয়া যায় নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বেশ কিছু জায়গায় একটি ভিডিও ভাইরাল করে বলা হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে/লালমনিরহাটে ভারি শিলা বৃষ্টি হয়েছে যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এমনকি মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

নিউজচেকার-বাংলাদেশ, গুগল কি-সার্চ এর সাহায্যে তথ্যটি যাচাই করে দেখেছে যে, সংশ্লিষ্ট দাবিতে প্রচারিত ভিডিওটি পুরাতন। 

ভিডিওতে দেখা যায় বেশ বড় বড় আকারের শিল পড়ছে বৃষ্টির সাথে। এবং ঘরের ছাদের টিন ছিদ্র হয়ে যাচ্ছে এই শিলের আঘাতে। 

একই ফুটেজ সম্পন্ন প্রায় চার বছর পুরানো একটি ভিডিও নির্দিষ্ট একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। 

মূল ভিডিও দেখুন এখানে- ইউটিউব

উপরের ভিডিওটির ১ঃ৪৩ মিনিটে লক্ষ্য করলে দেখতে পাবেন টিকটকে প্রচারিত ভিডিওটির ঘরের টিনের ছিদ্র হওয়ার ফুটেজটি দেখা যাচ্ছে।

চার বছর পুরাতন মূল ভিডিও
কার্টেসিঃ ইউতিউব ভিড্ডিও

এই ইউটিউব ভিডিওটির কোন অংশে লালমনিরহাটের কথা বা দক্ষিণাঞ্চলের কথা উল্লেখ করা হয় নি। ভিডিওর ডেস্ক্রিপশনে দেখা যায় ভিডিওটি ৫ বছর পুরাতন। 

এছাড়াও ইউটিউবে সাদৃশ্য আরও একটি ভিডিও পাওয়া যায়। দেখুন এখানে- ইউটিউব। 

Conclusion

লালমনিরহাটে শিলাবৃষ্টি হচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি একটি চার বছর পুরাতন ভিডিও।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular