বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: গোপন মিটিং এর ভিডিও দাবিতে খালেদা জিয়ার পুরোনো বক্তব্যকে বিকৃত...

Fact Check: গোপন মিটিং এর ভিডিও দাবিতে খালেদা জিয়ার পুরোনো বক্তব্যকে বিকৃত ভাবে প্রচার

Claim
২০০১ সালে ক্ষমতায় এসে গোপন মিটিং এ যা বলেছিলেন খালেদা জিয়া
Fact
এটি ২০০১ সালের নয় বরং এটি ২০১৭ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে দেওয়া একটি বক্তব্য। প্রচারিত ভিডিওতে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যের আলাদা সময়ের ক্লিপের মন্তব্য সংযুক্ত করে বিকৃত আকারে প্রচার করা হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি বক্ত্যবর ভিডিও প্রচার করে দাবি করা হয় ২০০১ সালে ক্ষমতায় এসে গোপন মিটিং এ যা বলেছিলেন খালেদা জিয়া। ভিডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায় “ক্ষমতায় তো থাকি তারপর দেখা যাবে কি হয় দেশ নিয়ে !! এই দেশ দিয়ে আর কি দরকার ? আমরা যতো দিন পারি থাকি, লুটেপুটে খাই দাই আরাম করে থাকি !! তারপরে দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই”। এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

খালেদা জিয়া

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের “Bangladesh Nationalist Party-BNP” নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২ জানুয়ারীতে “ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য” শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ৪১ মিনিট ৪৪ সেকেন্ড থেকে ৪৩ মিনিট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যটি এমন ছিলোঃ “আমরাও তো কিছুদিন সরকার চালিয়েছি, জানি। এই যেসব আর্মস কেনা হচ্ছে, এই আর্মসের ই এইভাবে তো হয়না কোনো দিনও। অনেক নিয়ম কানুন আছে। কিন্তু আজকাল কোনো নিয়ম কানুনেরই ধার ধারে না। টেন্ডারেরও পর্যন্ত ধার ধারে না। আজকে ফট করে এই অস্ত্র কিনে ফেললাম, ওই অস্ত্র কিনে ফেললাম। রাশিয়া থেকে কিছু কিনলাম, অমুকখান থেকে কিছু কিনলাম, আমেরিকা থেকে কিছু কিনলাম, ইন্ডিয়া থেকে কিছু কিনলাম, যেখান থেকে পাবো কমিশন দেয়া হবে, ক্ষমতায় থাকার জন্য একটু আশ্বাস দেবে, তার কাছ থেকেই কিনো। “ক্ষমতায় তো থাকি তারপর দেখা যাবে কী হয় দেশ নিয়ে। এই দেশ দিয়ে আর কী দরকার। আমরা যতদিন পাই থাকি, লুটেপুটে খাই দাই আরাম করে থাকি, তারপরে এই দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই।” কিন্তু তোমরা (ছাত্রদল) আজকে তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। তোমাদের কাছে আজকে একটা বিরাট দিন, আনন্দের দিন। তোমাদেরকে আজকে শপথ নেয়ার দিন যে, এই দেশটাকে আমরা, এইযে জালেম অত্যাচারী লুটেরা সরকারের হাত থেকে কী করে দেশটাকে আমরা বাঁচাবো। কী করে আমরা বাঁচাবো সেজন্য আমরা চিন্তাভাবনা করে কর্মসূচিও দিতে হবে, এবং চিন্তাভাবনা করে কথাও বলতে হবে।”

Read More: বিএনপির সমাবেশে নৌকার স্লোগান? না, ভাইরাল ভিডিওটি সম্পাদিত

মূলত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত দিয়ে করা বক্ত্যবর আলাদা সময়ের ক্লিপকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংযুক্তের মাধ্যমে বিকৃত আকারে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

Conclusion

২০১৭ সালে ছাত্রদলের এক সমাবেশে বেগম খালেদা জিয়া কর্তৃক প্রদানকৃত একটি বক্তব্যের ভিডিওকে বিকৃত করে ২০০১ সালে ক্ষমতা এসে গোপন মিটিংয়ে যা বলেছিলেন খালেদা জিয়া দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
A video published on BNP Official YouTube on 02 January 2017


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular