বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkমেসি ও রোনালদোকে নিয়ে কাকার বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

মেসি ও রোনালদোকে নিয়ে কাকার বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার কাকার ছবি সহ একটি বক্তব্য ভাইরাল হয়েছে। ভাইরাল পোষ্টটি হুবুহু তুলে ধরা হল, “আগামী ১০ বছরে ১০ জন রোনালদো আসবে কিন্তু আগামী ১০ হাজার বছরেও ১জন মেসিও আসবে না”। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফুটবল ক্লাব এসি মিলানের অফিশিয়াল টুইটার একাউন্টে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত kaka : “Milanello is a unique place. Gattuso has the same energy he had as a player” শিরোনামের একটি সাক্ষাৎকার ভিডিও পাওয়া যায়। 

উক্ত ভিডিওতে, কাকা এসি মিলানে খেলার সময়ের স্মৃতিচারন করেন এবং ক্লাবের তৎকালীন কোচ Gennaro Gattuso সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেন। তবে ভিডিওর কোথাও মেসি এবং রোনালদোকে নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

Read More: কাতারে বাঙালি মেয়ের সাথে মেসির সাক্ষাতের দাবিটি মিথ্যা

তাছাড়া, ভাইরাল বক্তব্যের প্রেক্ষিতে মূলধারার গণমাধ্যমে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নি। এছাড়াও কাকার ভেরিফাইড ফেসবুক আইডি, টুইটার একাউন্ট পর্যবেক্ষণ করেও উক্ত বক্তব্যের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। 

Conclusion

ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা কাকার নাম উদ্ধৃত করে একটি মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। 

Result: False  


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular