Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Politics
Claim- জামাত-শিবির কর্মীরা ভারতের সাথে রেল চুক্তির প্রতিবাদে শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করছে
Fact- পোস্টে ব্যবহৃত ভিডিওটি সাম্প্রতিক নয়, আট মাস পুরনো।
জামাত-শিবির কর্মীরা ভারতের সাথে সম্প্রতি প্রধানমন্ত্রীর চুক্তির বিষয় নিয়ে প্রতিবাদ করতে শাপলা চত্বরে জড়ো হয়েছে দাবিতে দুই দিন আগে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে এটিএন বাংলার ধারণকৃত একটি ভিডিও ফুটেজ দেখা। পোস্টটিতে বলা হয় ভাওরতের সাথে অবৈধ রেল চুক্তির প্রতিবাদ করতে জামায়াত-শিবির কর্মীরা এক হয়েছে। ভিডিওটি দেখুন এখানে। পোস্টটির স্ক্রিনশট দেখুন নিচে-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
জামাত-শিবির কর্মীদের বিক্ষোভ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রতিবেদনের অডিও অনুসুরণ কি-ওয়ার্ড সার্চ করি। এছাড়া ভিডিওটির এক কোণায় এটিএন বাংলার লগো লক্ষ্য করা যায়। রিভার্স ইমেজ সার্চ করে মুল ভিডিওর উৎস বের করে জানা যায় ভিডিওটি আজ থেকে ৮ মাস আগে এটিএন বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন এখানে- যেভাবে ব্যারিকেড ভেঙ্গে আরামবাগ-নটরডেম কলেজ সড়কে অবস্থান নেয় জামায়েত ইসলামী। ভিওডিওটি গত বছর ২৮ অক্টোবর প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত ভারত সফরে ভারত সরকারের সাথে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মধ্যে একটি হলো বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেল ট্রানজিট পাবে। অর্থাৎ ভারতীয় রেল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের এক সীমান্ত থেকে অন্য সীমান্তে পণ্য পরিবহণের সুবিধা পাবে। এই চুক্তি স্বাক্ষরের পর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দু’দিন আগে এই সংশ্লিষ্ট ভিডিওটি প্রচার করে উক্ত চুক্তির প্রতিবাদে জামাত-শিবিরের বিক্ষোভ সমাবেশ বলে দাবি করা হয়। বিবিসি বাংলা ও সমকাল।
প্রকৃতপক্ষে, গত বছর ২৮ অক্টোবর জামাত-শিবির মহাসমাবেশ কর্মসূচীর ঘোষণা করেন বাংলাদেশ জামায়েত ইসলাম। সমাবেশ আয়োজনের কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করে ডিএমপিকে অনুমতি চেয়ে চিঠি দেয় জামায়েত। তন্মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ হবে বলা হয়। প্রথম আলো, বাংলাদেশ জামায়েত ইসলাম ও যুগান্তর।
অতএব, টিকটকে পোস্টে ব্যবহৃত ভিডিওটি জামাত ইসলামির সাম্প্রতিককালের কোন কর্মসূচী না। বরং গত বছর ২৮ অক্টোবরের মহাসমাবেশের।
Our Sources:
মুল ভিডিও-যেভাবে ব্যারিকেড ভেঙ্গে আরামবাগ-নটরডেম কলেজ সড়কে অবস্থান নেয় জামায়েত ইসলামী।
প্রথম আলো ও যুগান্তর
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Sayeed Joy
May 16, 2025
Sayeed Joy
May 15, 2025
Sayeed Joy
May 14, 2025