মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckFact Check: ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে প্রচারিত কফিনের এই ছবিটি বাস্তব...

Fact Check: ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে প্রচারিত কফিনের এই ছবিটি বাস্তব ঘটনার নয়

Claim

গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে, ১ অক্টোবর ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কফিনের ছবি প্রচারিত হচ্ছে, যা ইরানের হামলায় নিহত ইসরায়েলিদের লাশের সারির দৃশ্য হিসেবে ভাবা হচ্ছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

ইসরায়েল

Fact

ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে ইসরায়েলি গণমাধ্যম The Jerusalem Post-এর এক্স অ্যাকাউন্টে গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সঙ্গে প্রচারিত দাবির ছবির বিষয়বস্তুর মিল পাওয়া যায়।

পরবর্তীতে ইসরায়েলের আরেক গণমাধ্যম The Times of Israel এর ওয়েবসাইটে ৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, গাজায় হামাসের বন্দিদশায় ২৭ জনের মৃত্যুর প্রতিবাদে ২৭টি লাশবিহীন কফিন বহন করে ৫ সেপ্টেম্বর তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল।

Read More: রোনালদোর সম্মানে পর্তুগালে ৭ ইউরোর মুদ্রা চালুর দাবিটি ভুয়া

উল্লেখ্য, ইরান কর্তৃক ইসরায়েলে হামলায় নিহতদের বিষয়ে BBC-এর ২ অক্টোবরের প্রতিবেদনে জানা যায়, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে একজন নিহত হয়েছেন। এছাড়া, The Guardian-এর ১ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, জাফাতে গুলি ও ছুরি হামলায় ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

অর্থাৎ, গত সেপ্টেম্বরে গাজায় হামাসের হামলায় ইসরায়েলি নিহতদের প্রতিবাদে ২৭টি খালি কফিন নিয়ে বিক্ষোভের ছবি ইরানের ইসরায়েলে হামলার প্রেক্ষিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

Result: False

Our Sources
The Jerusalem Post
The Times of Israel
BBC
The Guadian


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular