বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ছবিটি আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের, আয়ারল্যান্ডের নয় 

Fact Check: ছবিটি আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের, আয়ারল্যান্ডের নয় 

Claim

আয়ারল্যান্ডে অবস্থিত এই জায়গা, যেখানে সবুজ মাঠ, হলুদ নদী, কালো সমুদ্র সৈকত এবং নীল সাগর মিলিত হয়

Fact
যায়গাটি আয়ারল্যান্ডে নয় বরং আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি সমুদ্র সৈকতের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি আয়ারল্যান্ডে অবস্থিত এই জায়গা, যেখানে সবুজ মাঠ, হলুদ নদী, কালো সমুদ্র সৈকত এবং নীল সাগর মিলিত হয়। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

আয়ারল্যান্ডে

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ছবির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘sebastianmzh’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত একটি পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রামে ছবিটির বিবরণীতে লোকেশন হিসেবে ‘Southern Region (Iceland)’ স্থানের উল্লেখ করেছেন ফটোগ্রাফার। 

Instagram will load in the frontend.
=

তাছাড়া, iceland black sea beach কিওওয়ার্ড সার্চের মাধ্যমে ‘RISE THETHIC’ নামের একটি চ্যানেলে “ICELAND EPIC DRONE 4K HIGHLANDS” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।। উক্ত ভিডিওটিতে আইসল্যান্ডের বিভিন্ন প্রাকৃতিক স্থানের দেখানো দৃশ্যের মধ্যে ১৭ সেকেন্ড থেকে ২১ সেকেন্ড সময়ে আইসল্যান্ডের ওই স্থানটিকে দেখা যায়। 

Conclusion

আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি সী বিচের ছবিকে আয়ারল্যান্ডে অবস্থিত এই জায়গা, যেখানে সবুজ মাঠ, হলুদ নদী, কালো সমুদ্র সৈকত এবং নীল সাগর মিলিত হয় দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources

Sebastianmzh Instagram Post 
RISE THETHIC YouTube channel


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular