শুক্রবার, জানুয়ারি 24, 2025
শুক্রবার, জানুয়ারি 24, 2025

HomeFact CheckViralFact check: আমেরিকায় ইদের জামাতে বাধা দেয়া মহিলাটি হিন্দু নন

Fact check: আমেরিকায় ইদের জামাতে বাধা দেয়া মহিলাটি হিন্দু নন

Claim- আমেরিকার ভার্জিনিয়ায় ইদের জামাতে বাধা দেয় এক হিন্দু মহিলা
Fact- ইদের জামাতে বাধা দেয়া মহিলাটি হিন্দু নয়।

“আমেরিকায় ইদের জামাতে বাধা দেয় এক হিন্দু মহিলা” দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু জায়গায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পোস্টগুলো দেখন এখানে- ফেসবুক,, ফেসবুক, ফেসবুক, ফেসবুক, টিকটক, টিকটক, টিকটকটিকটক।. 

নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে নিউজচেকার-বাংলাদেশ তথ্যটি যাচাই করে দেখেছে যে  ভিডিওটিতে বাধা দেয়া মহিলাটি হিন্দু নয়। বরং তিনি ঐ এলাকারই একজন বাসিন্দা যিনি মানসিকভাবে ভারসাম্যহীন। মসজিদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। দেখুন এখানে- All Dulles Area Muslim Society (ADAMS)

গত ২১শে এপ্রিল U.S.A তে পালন করা হয় পবিত্র ইদ-উল-ফিতর । ইদের দিন আমেরিকার ভার্জিনিয়ায় এক মসজিদে চলছিলো ইদের নামাজ। ঠিক সেই সময়ে এক মহিলাকে জোরপূর্বক মসজিদের ভিতর ঢুকে নামাজে বাধা দিতে দেখা যায়। পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা তাকে সামলে নেয়। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে দাবি করা হয় উনি একজন হিন্দু মহিলা যিনি জোরপূর্বক মসজিদে ঢুকে খুতবার স্থানে দাঁড়িয়ে শরিয়াহ বিরোধী কথা বলে। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত মসজিদের কর্তৃপক্ষ তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে  বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি পোস্ট দিয়ে ঘটনা সম্পর্কে বলেন, ‘All Dulles Area Muslim Society (ADAMS) মসজিদে ইদের জামাতে হওয়া ঘটনার সাথে জড়িত মহিলাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়েরই একজন। তার পরিবারের সাথে ইতিমধ্যে যোগাযোগ করে খবর নেয়া হচ্ছে। তার পরিবার এমন আচরণের জন্য ক্ষমাপ্রার্থী সবার কাছে। আরও জানা যায় যে উক্ত মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন একজন ব্যক্তি।’

Conclusion

অর্থাৎ, মসজিদ ও স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী মহিলাটি হিন্দু সম্প্রদায়ের নন। বরং মুসলিম পরিবারেরই একজন। তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন।  

Result:False

Our Sources
All Dulles Area Muslim Society (ADAMS)


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular