Claim
আমি বায়তুল্লাহ (১ম ক্বিবলা) রক্ষায় পাঠানো আবাবিল দেখি নাই, কিন্তু বায়তুল মোক্বাদ্দাস (২য় ক্বিবলা) রক্ষায় পাঠানো আবাবিল দেখতে পাচ্ছি
Fact
এটি মিশরের একটি পুরোনো ভিডিও
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আকাশে একাধিক প্যারাশুটের একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হয়েছে এটি বাইতুল মুকাদ্দাসে (আল আকসা মসজিদ) হামাস যোদ্ধাদের প্যারাসুট নিয়ে নামার ভিডিও। এমন দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Moawad Hassan নামের একটি মিশরিয় ব্যক্তির ফেসবুক প্রোফাইলে প্রকাশিত রিলসে হুবুহু একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, রিলসে থাকা @olaalkasem নামের টিকটক প্রোফাইল এ গত ২০ সেপ্টেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
@olaalkasem عملوها الرجالة 🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬#الكلية_الحربية #مصر #صاعقة #explor #ترند #نسورمصر #بابجي #بوشنكي #تحيامصر🇪🇬✌️ #طيران #نسور_السماء_وأسود_الأرض #مظللات ♬ Türküm – Serhat Durmus
ভিডিওটির ডেস্ক্রিপশনে মিশর এর ইমোজি ব্যবহার করা হয়েছে এবং লোকেশন ট্যাগে মিশর কায়রো মিলিটারি কলেজ স্টেডিয়াম উল্লেখ করা হয়েছে। পাশপাশি ভিডিওর ভেতরে থাকা আরবি ভাষায় লেখাটিকে অনুবাদ করে দেখা যায় লেখা রয়েছে What is happening in the sky of Egypt?
Read More: না, এটি হামাস যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে ইসরাইলে অবতণের ভিডিও নয়
Conclusion
মিশরের মিলিটারি কলেজ স্টেডিয়ামে ধারণ করা একটি পুরোনো ভিডিওকে হামাসের যোদ্ধাদের প্যারাসুটের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে অবতরণের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হচ্ছে
Result: False
Our Sources
Facebook Reels published by Moawad Hassan
Video Published on TikTok on 9 September 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।