বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Check“হালার পো হালা” নামে প্রচারিত রেস্টুরেন্টের ছবিটি বিকৃত

“হালার পো হালা” নামে প্রচারিত রেস্টুরেন্টের ছবিটি বিকৃত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, একটি সাইনবোর্ডে Halar po Hala (হালার পো হালা) লিখা একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি স্পেনের একটি রেস্টুরেন্ট। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ফেসবুকে Hala Restaurant নামের লন্ডন ভিত্তিক একটি রেস্টুরেন্টের ফেসবুক পেজে ২০১৩ সালের ২৮ই জুলাইয়ে আপলোডকৃত একটি ছবি পাওয়া যায় যার সাথে ভাইরাল বোর্ডের লিখার মিল রয়েছে। 

পরবর্তীতে, এর সূত্র ধরে গুগল স্ট্রিটভিউতে থাকা Hala Restaurant এর সামনের হবহু বোর্ডের ছবি পাওয়া যায়। কিন্তু, সেখানে Halar po Hala এধরনের কোনো লিখা ছিলোনা। 

হালা
Screenshot taken from Google Maps

এছাড়া, Hala Restaurant এর অফিশিয়াল ওয়েবসাইট হতে জানা যায় এটি ২০০২ সালে নর্থ লন্ডনের গ্রীন ল্যানে প্রতিষ্ঠিত একটি টার্কিশ রেস্তোরাঁ। 

Conclusion

বাংলাদেশের আঞ্চলিক শব্দের সাথে মিল থাকায় লন্ডনে অবস্থিত Hala Restaurant মূল সাইনবোর্ডের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে সেখানে “Halar Po Hala” বসিয়ে স্পেনের একটি রেস্টুরেন্টের নাম দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

Result: Altered


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular