বিগত কয়েকবছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “ছবিতে যাকে দেখছেন—ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের পৌত্র মুস্তফা হুসাইন”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘sudest 57’ নামের একটি ওয়েবসাইটে “STEVE McCURRYANIMALS EXHIBITION AVAILABLE FOR RENTAL” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায় ১৯৯২ সালে ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি উপসাগরীয় অঞ্চলে পরিবেশ ও প্রাণীজগতের উপর যুদ্ধের বিধ্বংসী প্রভাব নথিভুক্ত করার সময় এই ছবিগুলো তুলেছিলেন।
পরবর্তীতে, স্টিভ ম্যাককারির ইনস্টাগ্রাম একাউন্ট ‘Steve Mccurry Official’ এ ২০১৭ সালের ১৪ আগস্টে প্রকাশিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন “This portrait of an Afghan fighter will be in my new book, AFGHANISTAN”
এছাড়া ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাতি মুস্তফা হোসেন সম্পর্কেও বিস্তারিত অনুসন্ধান করতে গিয়ে The Guardian এর ২০০৩ সালের ২৩ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০০৩ সালের জুলাই মাসে ইরাকের মসুল শহরে সামরিক অভিযানে সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় হোসেন ও কুশয় হোসেনের সঙ্গে কুশয়ের ১৪ বছর বয়সী ছেলে মোস্তফা হোসেনও মারা যান।
Read More: ১২ বছরের এক বালকের গরীব শিশুদের শিক্ষাদান করার দাবিটি মিথ্যা
Conclusion
আমেরিকান ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির তোলা আফগানিস্তানের এক তরুণের ছবিকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাতি মুস্তাফা হুসাইন নামে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।