Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক (TikToK) – এ একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এনসিপি নেত্রী সামন্ত শারমিনের বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটা রুম থেকে সিন্দুক ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করছে র্যাব। ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে বেশ কিছু প্রাসঙ্গিক রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে ৫ বছর পুর্বে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন আমাদের সামনে আসে, যা একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছিলো। প্রতিবেদনের সাথে টিকটক এ প্রচারিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ভিডিও প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।
এছাড়াও, প্রচারিত ভিডিওটির এক পর্যায়ে একজন র্যাব কর্মকর্তাকে অভিযান পরিচালনার পর ব্রিফিং করতে দেখা যায়। যেখানে তিনি নগদ ২৬ কোটির বেশি অর্থ উদ্ধার করার তথ্য দেন। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, ঘটনাটি ২০২০ সালের। প্রতিবেদন দেখুন এখানে- বাংলা ট্রিবিউন ও জাগোনিউজ২৪.কম।
ক্যাসিনো কান্ডে দুই ভাই এনামুল হক ও রুপনের গ্যান্ডারিয়ার এক বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৩। সেখান থেকে নগদ ২৬ কোটি ৫৫ লক্ষ ৬০০ টাকা, পাঁচ কোটি ১৫ লক্ষ টাকার এফডিআর ও ১ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। গ্রেফতারকৃত এনামুল হক এনু গেন্ডারিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এই ঘটনায় এনামুল হক এনু ও তার ভাই রূপনকে গ্রেফতার করা হয়।
সুতরাং, সামান্তা শারমিনের দূর্নীতির দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে এই নেত্রীর কোন সম্পৃক্ততা নেই। ভিডিওটি ২০২০ সালের ক্যাসিনো বিরোধী একটি অভিযানের।
Our Sources:
বাংলা ট্রিবিউন ও জাগোনিউজ২৪.কম।
ভিডিও প্রতিবেদন- এখানে ও এখানে।