Claim
সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করছে পুলিশ। ভিডিওতে দাবি করা হচ্ছে সম্প্রতি বসুন্ধরার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভিডিও গুলো দেখুন এখানে, ও এখানে।
কার্টেসিঃ টিকটক/ইউজার
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
বাংলাদেশ জামাতে ইসলামের ডঃ শফিকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ভাইরাল ভিডিওটি সত্যতা যাচাই করে দেখা যায় ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওতে ব্যবহৃত নিউজ ক্লিপ থেকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ পরিচালনা করা হয়।
ভাইরাল ভিডিও গুলোতে দাবি করা হয় জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে সন্ত্রাস বিরোধী আইনে বসুন্ধরা আবাসিক এলাকার তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।
অনুসন্ধানে দেখা যায় ডঃ শফিকুর রহমানের গ্রেপ্তার হওয়ার ঘটনা সংশ্লিষ্ট একাধিক সংবাদ রয়েছে। তবে এই সংবাদগুলো কোনটি সাম্প্রতিক নয় বরং ২০২২ সালের। চ্যানেল২৪ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গ্রেফতার’ শিরোনামে ২০২২ সালে ১৩ ডিসেম্বর একটা সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে।
এই সংক্রান্ত আরও প্রতিবেদন দেখুন- যমুনা টিভি ও বাংলাভিশন টিভি।
অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের আমের ডক্টর শফিকুর রহমানের গ্রেপ্তার হওয়ার দাবিটি সাম্প্রতিক নয়।
Result: False
Our Sources:
যমুনা টিভি ও বাংলাভিশন টিভি।