Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim– উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহদ ইসলাম গ্রেফতার হয়েছে জানালেন ড. আসিফ নজরুল।
Fact– ড. আসিফ নজরুলের ফেসবুক লাইভটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদকে নিয়ে করেননি।
উপদেষ্টা আসিফ ও নাহিদ গ্রেফতার হয়েছে বলে জানালেন ড. আসিফ নজরুল’ দাবিতে টিকটকে একটি ভিডিও সম্প্রতি প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে ও এখানে। ভাইরাল পোস্টটিতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি লাইভ ভিডিও ব্যবহার করা হয়। যেখানে তাকে বলতে শুনা যায় ‘তিনি একটি মামলার জামিন চাইতে গিয়েছিলেন। অবিশ্বাস্য মামলা একটা।’
উপদেষ্টা আসিফ ও নাহিদ ইসলাম এর গ্রেফতারের বিষয়ে অধ্যাপক আসিফ নজ্রুলের লাইভ ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। রিভার্স সার্চ এ গত ২ই অক্টোবর ড আসিফ নজরুলের অফিসিয়াল ফেসবুক পেইজে ভাইরাল ভিডিওতে ব্যবহৃত ফুটেজটির প্রকৃত লাইভটির সন্ধান মেলে। দেখুন এখানে।
ড আসিফ নজরুল এর অফিসিয়াল পেইজে গত ২ অক্টোবর ‘মাহমুদুর রহমান প্রসঙ্গে’ ক্যাপশনে লাইভ ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর প্রথম কয়েকটি লাইনকে সম্পাদিত করে টিকটকের ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়। মুল লাইভ ভিডিওর ০০ঃ১০মিঃ থেকে ০০ঃ৩১ মিনিট পর্যন্ত বক্তব্যকে খন্ডিত ও সম্পাদিত করে ব্যবহার করা হয়।
উক্ত ভিডিওতে তিনি প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে করা কিছু মামলা ও এর আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।
অধিকন্তু টিকটকে প্রচারিত ভিডিওতে আরও বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়করা বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ করেছিলো তা(১২কোটি) আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়। মুলত টিএসসিতে ১২ কোটি নয় ১১ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করে (প্রতিবেদন অনুযায়ী)। এবং এই অর্থ নিয়ে বিতর্ক তৈরি হলে একটি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের অডিটের পুর্ণ চিত্র তুলে ধরেন। দেখুন এখানে- ‘কত টাকা রয়েছে ঢাবির ত্রাণ তহবিলে, অডিট শেষে যা জানা গেলো’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এই বিষয়ে কোন মামলার ঘটনাও ঘটেনি এখন পর্যন্ত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলার দাবিতে প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি মুলত ভিন্ন বিষয়ে করা একটি লাইভ। অর্থাৎ, প্রচারিত দাবিটি সত্য নয়।
Our Sources:
মাহমুদুর রহমান প্রসঙ্গে ড আসিফ নজরুলের লাইভ
টিএসসি ত্রাণ- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
ত্রাণের টাকার অডিট- কত টাকা রয়েছে ঢাবির ত্রাণ তহবিলে, অডিট শেষে যা জানা গেলো
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।