Claim
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Fact
প্রচারিত ফটোকার্ডে চেকের পাতাটি এডিটেড। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এর অ্যাকাউন্ট নাম্বারের সাথে এই ছবির চেকের মিল নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছবি এবং সোনালী ব্যাংকের ৫০ লক্ষ টাকার একটি চেকের পাতা সহ একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা
Fact-Check/Verification
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন দাবিটির সত্যতা যাচাই করতে ফটোকার্ডে থাকা চেক এর পাতার ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশ বার কাউন্সিল এর ওয়েবসাইটে গত ২৪ মে ২০২২ এ “ঢাকা আইনজীবী সমিতিকে ছয় কোটি সত্তর লক্ষ পনের হাজার আটশত পঁচাত্তর টাকার আইনজীবী প্রণোদনার চেক প্রদানের মাধ্যমে বার কাউন্সিল হতে প্রণোদনা অর্থ বিতরণ শুরু হল” শিরোনামে প্রচারিত একটি নিবন্ধে একটি চেকের পাতার ছবি খুঁজে পাওয়া যায়।
মূল চেকের ছবিটির সঙ্গে ভাইরাল চেকের ছবির কিছু মিল পাওয়া যায় যেমন চেকের সাক্ষর, অ্যাকাউন্ট নাম্বার, তারিখ। তাছাড়া এডিটের সহায়তায় সাক্ষরের নিচে সীলের অংশটুকু মুছে দেয়া হয়েছে।
পরবর্তীতে, অনুসন্ধানের মাধ্যমে ওপেন সোর্সে থাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত চেকের কিছু ছবি খুঁজে পাওয়া যায় দেখুন এখানে, এখানে, এখানে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মূল চেক বইয়ের ছবিতে থাকা অ্যাকাউন্ট নাম্বার [0107333004093] এর সঙ্গে মির্জা ফখরুলের নামে প্রচারিত ফটোকার্ডে থাকা চেক বইয়ের অ্যাকাউন্ট নাম্বার [4435403007037] মিল নেই। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত চেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সচিবের সাক্ষর থাকে।
তবে উক্ত ভাইরাল চেকটিতে সেই সাক্ষর নেই বরং বার কাউন্সিলের চেকে থাকা সাক্ষরের সঙ্গে সাদৃশ্যতা রয়েছে। তাছাড়া এই ঘটনাটিকে কেন্দ্র করে বিএনপি মিডিয়া সেল এবং মির্জা ফখরুল ইসলাম পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে জানান এটি সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। উল্লেখ্য বিএনপির তিন নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
Conclusion
সুতরাং, চেক হাতে মির্জা ফখরুলের ভাইরাল ফটোকার্ডটি এডিটেড ও চিকিতসার জন্য ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ নিয়ে তার বিদেশ ভ্রমণের দাবিটি মিথ্যা।
Result: False
Our Sources
Bangladesh Bar Council Post Published on 24 May 2022
Security Services Division, Ministry of Home Affairs Facebook Post Published on 14 November 2018
DhakaTimes24 Report Published on 11 October 2018
Jagonews24 Report Published on 03 November 2022
Prothom Alo Report Published on 26 August 2023
Banglanews24 Report Published on 27 August 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।