Fact Check
Fact Check: “মির্জা ফখরুল স্ট্রোক করেছেন” দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি পুরোনো

Claim
সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ট্রোক করেছেন—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে অনুসন্ধানের মাধ্যমে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত একই ঘটনার ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
বিজয় দিবসের দিন সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর — এমন তথ্য ফেসবুকে প্রকাশিত এক মিডিয়া সেলের পোস্ট থেকে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ-এ নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।
পাশাপাশি একাধিক গণমাধ্যম সেসময়ে বিষয়টি নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে।
তাছাড়া, গণমাধ্যম কিংবা বিএনপি সূত্রে কোথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ট্রোক কিংবা সাম্প্রতিক অসুস্থতা সংক্রান্ত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, অতএব, পুরোনো ভিডিও ব্যবহার করে মির্জা ফখরুল অতি সম্প্রতি স্ট্রোক করেছেন—এমন যে দাবি প্রচার করা হচ্ছে, তা মিথ্যা।
Our Sources
BNP Media Cell
Prothom Alo
Bdjournal