বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check : ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার যোগাদানের ভাইরাল দাবিটি...

Fact check : ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার যোগাদানের ভাইরাল দাবিটি সত্য নয় 

Claim 

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছেন শেখ হাসিনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি দাবি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান সম্পর্কিত একাধিক নিউজ ক্লিপ ব্যবহার করা হয়। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তার সাথে কুশল বিনিময় করেছেন। একই সাথে ট্রাম্পের সাথে হাসিনার একটি ভিডিও ফুটেজ দেখা যায়। ভিডিওগুলো দেখুন এখানে (, , , ) ।

ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার
ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

Fact

ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে হাসানের যোগদানের দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে প্রাসঙ্গিক কিওয়ার্ড ও রিভার সিমে সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় ডোন্ট ট্রাম্পের সাথে শেখ হাসিনার কৌশল বিনিময় ও শপথ অনুষ্ঠানে যোগদানের দাবিতে ভাইরাল ভিডিওটি সম্পাদিত ও পুরনো। 

ভাইরাল ভিডিওটিতে এনটিভি ও যমুনা টিভির দুটি ভিন্ন ভিন্ন নিউজ ক্লিপ ব্যবহার করা হয়েছে। যমুনা টিভির নিইউজ ক্লিপটিতে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পকে  একসাথে দেখা যায়। 

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে জানা যায় শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের কুশল বিনিময়ের সংবাদটি ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর যমুনা টিভিতে প্রচারিত হয়। ভিডিওটি দেখুন এখানে- ট্রাম্পের সাথে কুশল বিনিময়ে শেখ হাসিনা।

মুলত, ২০১৯ সালে জাতিসংঘের মহাসচিবের মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যোগদান করে শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হলে তারা কুশল বিনিময় করেন। এই সংক্রান্ত আরও প্রতিবেদন দেখুন এখানেএখানে। 

অপরদিকে এনটিভির ভিডিও ফুটেজটি সাম্প্রতিক এবং মুল প্রতিবেদনের কোথাও শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের বিষয়টি উল্লেখ ছিলো না। এনটিভির মূল প্রতিবেদনটি দেখুন এখানে।  

অর্থাৎ, এনটিভির এই প্রতিবেদনের সাথে যমুনা টিভির পুরাতন ও অসম্পর্কিত প্রতিবেদনের একটি ফুটেজ সম্পাদনা করে যুক্ত করে জুড়ে দেয়া হয়। 

গতকাল ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করে দায়িত্ব নেন ডোনাল্ড যে. ট্রাম্প। এই ঘটনাকে পুজি করে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার যোগদানের গুজবটি ছড়িয়ে পরে। 

উল্লেখ্য, বিগত ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার তীব্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন। দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিলে এখনো পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা যায় বিভিন্ন প্রতিবেদন সূত্রে। দৈনিক ইত্তেফাকএটিএন নিউজ। 

অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার যোগদান ও ট্রাম্পের সাথে কুশল বিনিময়ের ভিডিওটি সম্পাদিত ও পুরনো। 

Result: False

Our Sources: 
এনটিভি মুল ভিডিও
Jamuna TV main clip- ট্রাম্পের সাথে কুশল বিনিময়ে শেখ হাসিনা।
শেখ হাসিনার দেশ ত্যাগ- দৈনিক ইত্তেফাকএটিএন নিউজ।


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular