বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ঢাকায় বিল্ডিং ভেঙ্গে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের 

Fact Check: ঢাকায় বিল্ডিং ভেঙ্গে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের 

Claim
এইমাত্র ঢাকায় দেখা যাচ্ছে যে একটি বিল্ডিং ভেঙ্গে যাইতেছে
Fact 
দাবিটি মিথ্যা। মূলত এটি তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংসের ভিডিও। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভবনের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে এটি ঢাকায় একটি বিল্ডিং ভাঙ্গার দৃশ্য। এমন দাবিতে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

বিল্ডিং

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে লিংকডইনে Recep Suk নামের একজন ইউজার কতৃক প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

পাশাপাশি, muhendisyen নামের একটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে গত ২৮ মার্চ প্রকাশিত টুইটে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন হতে জানা যায় এটি তুরস্কে নিয়ন্ত্রিত উপায়ে ভবন ধ্বংস করার ঘটনায় ধারণকৃত ভিডিও।

পরবর্তীতে, তুরস্কের সংবাদমাধ্যম Anadolu Ajansi এর ওয়েবসাইটে গত ০৩ জুন ‘One of the last two buildings that suffered heavy damage on the Ebrar Site in Kahramanmaraş was destroyed more controlledly’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন হতে জানা যায়, ঝুঁকি এড়াতে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন ধ্বংস করার কার্যক্রমের অংশ হিসেবে উক্ত ভবনটি স্থানীয় শহর কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করা হয়েছে। 

Conclusion

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংসের ঘটনায় ধারণকৃত ভিডিওকে ঢাকায় ভবন ধসের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
Recep Suk LinkedIn Post
Muhendisyen Tweet
Anadolu Ajansi 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular