শনিবার, মে 10, 2025
শনিবার, মে 10, 2025

HomeFact CheckFact Check: রাফায়েল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করার ভিডিওটি এ আই দিয়ে তৈরি

Fact Check: রাফায়েল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করার ভিডিওটি এ আই দিয়ে তৈরি

Claim

ভারতের রাফায়েল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিধ্বস্ত রাফায়েল বিমান হেলিকপ্টার

দিয়ে তো

লা হচ্ছে। দাবি করা হচ্ছে পাকিস্তান দ্বারা এই রাফায়েলটি ফাইটার জেটটি ভুপাতিত করার পর তা অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। ভিডিওগুলো দেখুন এখানেএখানে

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact

ভারতের রাফায়েলের ধ্বংসস্তুপ হেলিকপ্টার দিয়ে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা একাধিক রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় গত ৭ই মে ভারত-পাকিস্তান সংঘাতের সুত্রপাত হলেও ভাইরাল ভিডিওটগুলো তারও আগে থেকে ইউটিউবে ছিলো। এবং ভাইরাল ভিডিওগুলো দুটি ভিন্ন ভিডিও যা সম্পূর্ণ এআই তথা আর্টিফিসিয়েল ইন্টালিজেন্স দিয়ে তৈরি।

এছাড়াও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে থাকা বিভিন্ন ভিডিওর সাথে সাদৃশ্য খুজে পাওয়া যায় নি। CNN, Al Jazeera.

গত এপ্রিলে কাশ্মীরে ২৬ জন ভারতীয় হত্যার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বের উত্তেজনা বাড়তে থাকে। এরই জের ধরে গত ৭ই মে দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পরে। উভয় দেশের পক্ষ থেকে হামলার খবরে সয়লাব হয়ে উঠে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পরে নানান ভিডিও। 

উপরিউক্ত ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখা যায় দুটি ভাইরাল দুইটি ভিডিওই এয়াই দিয়ে তৈরি যার ডিজিটাল ফুটপ্রিন্ট ভারত-পাকিস্তান দ্বন্দের পুর্বে থেকেই ইউটিউবে আপলোড করা হয়। ভিডিও গুলো দেখুন এখানে এখানে। ভিডিওগুলোর ডেস্ক্রিপশনে উল্লেখ করা আছে যে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি। 

ss of the original vide taken from YouTube
ss of the original vide taken from YouTube

অতএব, ভারতের রাফায়েল বিমান ধ্বংসের দাবিতে ভাইরাল ভিডিওগুলো মূলত এআই দয়ে তৈরি ভিডিও। প্রকৃত ভিডিও না। 

Result: Altered Media

Our Sources
YouTube- এখানে এখানে


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular