claim- ডিবি প্রধান হারুন অর রশিদ ভোট বর্জন করতে বলেছেন
Fact- প্রচারিত ভিডিওটি এই আই দ্বারা তৈরি বাস্তব নয়।
ডিবি প্রধান হারুণ অর রশিদ-এর ভিডিও ব্যবহার করে একটি পোস্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ই জানুয়ারি ভোট বর্জনের আহ্বান করে একটি বার্তা প্রচার করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে বলা হচ্ছে তিনি নিজেই নাকি ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেন আবার বিএনপি ভোট বর্জন করতে বললে অসাংবিধানিক বলে আটক করতে বলেন।’ ভিডিওটিতে আরও বলা হয় ৭ তারিখ সারাদিন হরতাল পালন করুন। ভিডিওটির নিচের অংশে একটি পত্রিকার আর্কাইভ ছবিও ব্যবহার করা হয় যেখানে
লেখা পেশাজীবি সমাবেশে শেখ হাসিনা- ১৫ তারিখ গণ কার্ফ্যু হবে, কেউ ভোট কেন্দ্রে যাবেন না বা ঘর থেকে বের হবেন না।’ ভিডিওটি দেখুন এখানে, ও এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Factcheck/Verification
গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে ভিডিও বার্তায় ব্যবহৃত ছবিটির সদৃশ্য একটি ছবি পাওয়া যায়। ছবিটি বর্তমানে DIG Harunor Rahsid নামক পেইজের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ছবিটি ২০২২ সালের ১৭ই ডিসেম্বর আপলোড করা হয়। এছাড়া পেইজটির ফলোয়ার সংখ্যা 480k ও Like সংখ্যা 154k যা থেকে পেইজটির নির্ভরযোগ্যতা অনুমান করা যায়।
ভিডিওটি ডিপফেইক প্রযুক্তি দিয়ে তৈরি
একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে এই ভিডিওটিতে থাকা ব্যাক্তিটির কথা বলার ভাবভঙ্গি খুবই অস্বাভাবিক। ভিডিওটিতে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিকচার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠস্বর নকল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করার জন্য তার মুখের উপর পড়া আলোর প্রতিফলন দেখলেই স্পষ্ট বোঝা যায়, একজন বক্তব্যরত ব্যক্তির মুখের উপর আলোর প্রতিফলন কখনও সমান ভাবে পড়ে না, কিন্তু ভিডিওটিতে দেখা যায় কথা বলার সময় তার মুখের উপর আলো সবসময় একটি নির্দিষ্ট দিক থেকেই আসছে এবং পরিবর্তন হচ্ছে না।
এছাড়াও ভালভাবে লক্ষ্য করলেই কণ্ঠের যান্ত্রিকতা বোঝা যায়। সুতরাং এটি স্পষ্ট যে ভিডিওটি মিথ্যা, এবং ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরী। বর্তমানে খুব সহজেই অনলাইনে প্রাপ্ত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পৃক্ত বিভিন্ন টুল ব্যবহার করে এরকম ভিডিও তৈরী করা যায়।
এছাড়াও আমরা গণ মাধ্যমে ডিবি প্রধানের তরফ থেকে এই প্রকারের কোন ভিডিও বার্তার সন্ধান পাই নি।
Conclusion
সুতরাং, ডিবি প্রধান হারুন অর রশিদ এর ছবি সম্বলিত ভিডিও বার্তাটি ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যার কোন বাস্তব ভিত্তি নেই।
Result: False
Our Sources:
DIG Harunor Rahsid
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।