Claim– সিলিন্ডার গ্যাসের মূল্য কমে ১০৭৫ টাকায় নামলো
Fact– বিইআরসি এর সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এই দাবিটি মিথ্যা।
সিলিন্ডার গ্যাসের দাম কমে ১০৭৫৳/১২ কেজি, দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি পোস্ট ভাইরাল হতে দেখা যায়। পোস্টগুলোতে বলা হয় ১২ কেজি সিলিন্ডার গ্যাসের মূল্য ৫০০ টাকা কমে ১০৭৫ টাকা হয়েছে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact Check /Verification :
সিলিন্ডার গ্যাসের দাম কমেছে দাবিটির সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে আমরা কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত নির্ভরযোগ্য কোন প্রতিবেদন বা সূতত্রের সন্ধান পাওয়া যায় নি।
অত:পর ভাইরাল পোস্টগুলোতে ব্যবহৃত ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে জানা যায় ব্যবহৃত ভিডিওটি ২০২৩ সালে যমুনা টিভিতে প্রচার করা হয়। দেখুন এখানে- কমলো বোতলজাত এলপি গ্যাসের দাম।
প্রতিবেদনটি গত বছর পহেলা জুন প্রচার করা হয়। প্রতিবেদনে বলা হয় সিলিন্ডার গ্যাসের দাম ১২৩৫ টাকা থেকে কমিয়ে ১০৭৪ টাকা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’-এর ওয়েবসাইটের সর্বশেষ আগস্ট ২০২৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি কেজি সিলিন্ডার গ্যাসের মূল্য ১১৪.৭৯৳। এভাবে প্রতি ৫ কেজি সিলিন্ডার ৬৩১৳, ১২ কেজি সিলিন্ডার ১৩৭৭ ও ১২.৫ কেজি সিলিন্ডার ১৪৩৫৳ মূল্যে নির্ধারণ করা হয়েছে।
এলপিজি গ্যাসের পর্যায়ক্রমে নানা সময়ে মূল্য হ্রাস-বৃদ্ধির তথ্য দেখুন এখানে- প্রথম আলো।
Conclusion
অতএব, সাম্প্রতিক সময়ে এলপিজি তথা সিলিন্ডার গ্যাস এর ভোক্তাপর্যায়ে মূল্য হ্রাসের দাবিটি সত্য নয়৷
Result: False
Our Sources:
বাংলদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিজ্ঞপ্তি
যমুনাটিভি- কমলো বোতলজাত এলপি গ্যাসের দাম।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।