Claim
এই মাত্র পাওয়া ঘুন্নিঝড় মোখা আরও শক্তি শলি হয়ে রহিঙ্গা কেম্পের দিকে দেয়ে আসছে
Fact
ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার নয় বরং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে সংঘটিত হওয়া হারিকেন মাইকেলের একটি ক্লিপ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় শক্তিশালী ঘুর্ণিঝড় মোখা শক্তিশালী হয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে ধেয়ে আসার একটি ভিডিও ক্লিপ। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Tornado Trackers নামের একটি ইউটিউব চ্যানেলে ১৩ অক্টোবর ২০১৮ সালে “Extreme 4K Video of Category 5 Hurricane Michael” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত ভিডিওটি ২০১৮ সালে সংঘটিত হওয়া ক্যাটাগরি ৫ হারিকেন মাইকেলের পানামা সিটি সৈকতের ওপর তাণ্ডব এর একটি ফুটেজ।
Conclusion
২০১৮ সালের হারিকেন মাইকেলের ক্লিপকে সম্প্রতি হওয়া ঘূর্নিঝড় মোখার ফুটেজ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Tornado Trackers YouTube
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।