Claim- ‘আবারও কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে রায় দিয়েছে’
Fact- কানাডার ইমিগ্রেশন ডিভিশন বলেছে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হওয়ার পক্ষে কোন প্রমান পাওয়া যায় নি।
‘আবারও কানাডার আদালত বিএনপি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিলো’ ‘এবার নিয়ে ৫ বার কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে রায় দিলো,’ বিভিন্ন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুল ধারার গণ মাধ্যমে একটি দাবি ভাইরাল হয়। দাবিতে বলা হয় কানাডার ইমিগ্রেশন ডিভিশন বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুক, ফেসবুক, ফেসবুক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টুইটার ও টুইটার।
গণ মাধ্যমে একই দাবিতে প্রকাশিত সংবাদ দেখুন এখানে- কালের কণ্ঠ , দেশ রূপান্তর, প্রতিদিনের সংবাদ, দীপ্ত টিভি, ডিবিসি নিউজ,ইত্তেফাক, বৈশাখী টিভি।
নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গুগল কি-সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে কানাডার ইমিগ্রেশন ডিভিশনের সেই রায় বিশ্লেষণ করে দেখা যায় আদালতের ২৬পৃষ্ঠার রায়ের কোথাও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে নি আদালত। রায়ের মুল কপি দেখুন এখানে- ফেডারেল কোর্ট (‘Haque v. Canada) । রায়ের ৩ নং পয়েন্টটি লক্ষ্য করলে দেখা যায় সেখানে স্পষ্টত বলা আছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন এমন তথ্য বিশ্বাস করার মতো কোন প্রমাণ পায়নি আদালত।
দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে কানাডার ফেডারেল কোর্টের ১৫ই জুন, ২০২৩ তারিখে দেয়া রায় পর্যালোচনা করে জানা যায় মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক ব্যক্তি, সাবেক বিএনপি কর্মী, কানাডার ইমিগ্রেশন ডিভিশনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলো। এই আবেদনের প্রেক্ষিতে দেশটির ফেডারেল কোর্ট উপরিউল্লিখিত তারিখে আবেদনের চুড়ান্ত রায় দিয়ে তার আবেদন নাকচ করে।
আদালতের দেয়া রায়ের শুরুতে বলা আছে আবেদনকারীকে নিরাপত্তাজনিত কারণে Immigration and Refugee Protection Act, S.C. 2001, c 27 এর 34(1)(f) অনুচ্ছেদ অনুযায়ী কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয় ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ড অব কানাডা। কারণ হিসেবে উল্লেখ করা হয় মোহাম্মদ জিপসেদ ইবনে হকের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্পৃক্ততা খুজে পায়। রায়ের অপর এক অংশে বলা হয় বিএনপি তার ক্ষমতাসীন বিরোধী দল আওয়ামী লীগকে উতখাতের প্রচেষ্টায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে ইমিগ্রেশন ডিভিশন। তবে সাথে এটিও স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়োজিত আছে বলে কোন প্রমাণ পায় নি ইমগ্রেশন ডিভিশন।
Conclusion
অতঃপর হক বনাম কানাডা শিরোনামে রায়ের কোথাও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেনি আদালত। সুতরাং দাবিটি মিথ্যা।
Result: False
Our Sources:
(‘Haque v. Canada)
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।