Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে ঝাড়ু মিছিলের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, “২৬/১১/২০২৪ ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টা দের পদত্যগের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করেছে সাধারণত জনগণ”। এমন দাবিতে প্রচারিত প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে শুরুতে টিকটকে থাকা দাবির ভিডিওটি পর্যবেক্ষন করে দেখতে পাওয়া যায় ঝাড়ু হাতে মিছিলরত ব্যক্তিদের হাতে থাকা একটি ব্যানারে সাবেক সংসদ সদস্য ও বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর ছবি এবং তার নাম এর উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরবর্তীতে এর সুত্র ধরে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশ টিভির অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৫ নভেম্বরে প্রকাশিত মূল ভিডিও খুজে পাওয়া যায়।
সংবাদ সূত্রে জানা যায়, সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতা ঝাড়ু মিছিল করেছে। নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে গত ২৫ নভেম্বর পুলিশ তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে হাজির করে। রিমান্ড ও আদালতে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বেলা এগারোটার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন।
পাশাপাশি, মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়, দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, সোমবার (২৫ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ জনতার ঝাড়ু মিছিলের দৃশ্যকে মিথ্যাভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হিসেবে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Result: False
Our Sources
Desh TV
Jamuna TV
Banglanews24
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।