শুক্রবার, জানুয়ারি 24, 2025
শুক্রবার, জানুয়ারি 24, 2025

HomeFact CheckFact check: ব্রিটিশ হাই কমিশনার ও ওবায়দুল কাদেরের ভাইরাল কথপোকথন ভিত্তিহীন

Fact check: ব্রিটিশ হাই কমিশনার ও ওবায়দুল কাদেরের ভাইরাল কথপোকথন ভিত্তিহীন

Claim 

ব্রিটিশ হাই কমিশনার ওবায়দুল কাদেরকে বলেছেন ব্রিটেনে দিনের ভোট রাতে হয় না। 

Fact

গুগল কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে নিইউজচেকার-বাংলাদেশ টিকটকে ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখেছে ওবায়দুল কাদের ও ব্রিটিশ হাই কমিশনার মধ্যকার ভাইরাল কথপোকথনটি বানোয়াট ও ভিত্তিহীন। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সাথে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ ও অন্যান্য বিষয়ে আলোচনার স্বার্থে সাক্ষাৎ করেন। প্রতিবেদন দেখুন এখানে- বিডিনিউজ২৪, দ্যা ডেইলি স্টার বাংলা, ডেইলি ইত্তেফাক। 

ডেইলি স্টার এর প্রতিবেদনের স্ক্রিনশট যেখানে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য ভাইরাল পোস্টের সাথে প্রাসঙ্গিক
কার্টেসিঃ ইন্টারনেট/ দ্যা ডেইলি স্টার

ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক ও আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মধ্যে আগামী নির্বাচন কেমন হবে সেই প্রসঙ্গে জানতে চেয়ে নানা বিষয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানান জনাব ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ আজকেও আমি ব্রিটিশ হাইকমিশনারকে জিজ্ঞাসা করেছি, আপনার দেশে নির্বাচনটা কীভাবে হয়? সেখানে কি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন? তত্ত্বাবধায়ক সরকার নামে কোনো সরকার কি নির্বাচনের সময় আবির্ভূত হয়? ’ তবে এর প্রত্যুত্তরে ব্রিটিশ হাই কমিশনারের কী বলেছেন সে ব্যাপারে কোন তথ্য প্রমাণ বা প্রতিবেদন পাওয়া যায় নি। সুতরাং, ভাইরাল পোস্টে প্রচারিত কথোপকথনটি আংশিক বাস্তব হলেও ব্রিটিশ হাই কমিশনার এমন কোন মন্তব্য করেননি।  এমনকি এই ব্যাপারে ব্রিটিশ হাই কমিশন-ঢাকা থেকেও কোন বিবৃতি আসে নি। ব্রিটিশ হাই কমিশন-ঢাকা

Result: False

Our Sources:
বিডিনিউজ২৪, দ্যা ডেইলি স্টার বাংলা, ডেইলি ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular