Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় এই মাত্র ভারত আর বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিওতে থাকা সময় টিভির লগোর সূত্র ধরে “মহড়ায় সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা দেখাল বিমান বাহিনী” শিরোনামে গত বছরের ৩০ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওটির প্রথম অংশের দৃশ্যের সাথে আলোচিত দাবির ভিত্তিতে টিকটকে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের হুবহু মিল রয়েছে।
মূলত ২০২৪ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিমানবাহিনী টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে “গোলাবর্ষণ মহড়া-২০২৪” (এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট) অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে সেসময়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে দেখুন এখানে এবং এখানে।
তাছাড়া, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধ শুরু হওয়ার পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার দৃশ্যকে ভারত ও বাংলাদেশের মধ্যকার যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Result: False
Our Sources
SOMOY TV
Desh TV
Kalbela
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।