মঙ্গলবার, এপ্রিল 22, 2025
মঙ্গলবার, এপ্রিল 22, 2025

HomeFact CheckFact Check: আওয়ামী লীগের সভা-মিছিলের দাবিতে ভাইরাল ভিডিওগুলো কি সাম্প্রতিক? জানুন বিস্তারিত 

Fact Check: আওয়ামী লীগের সভা-মিছিলের দাবিতে ভাইরাল ভিডিওগুলো কি সাম্প্রতিক? জানুন বিস্তারিত 

Claim– দেশ জুড়ে আওয়ামী লীগের সমাবেশ-মিছিল হচ্ছে
Fact– ভাইরাল সভা-সমাবেশ ও মিছিলের ভিডিওগুলো সাম্প্রতিককালের নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে আওয়ামী লীগের সভা-সমাবেশ ও র‍্যালির দাবিতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। প্রতিটি ভিডিওতে আমি লীগের ব্যনার উপস্থিত দেখা যায়। এই ভিডিওগুলো ইদানিংকালে আপলোড করা হয়। ভিডিও গুলো দেখুন এখানে এখানে -(, ,

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact Check/Verification 

আওয়ামী লীগের সাম্প্রতিককালে সভা-সমাবেশ ও র‍্যালির ভাইরাল হওয়া ভিডওগুলোর সত্যতা যাচাই করতে আমরা একাধিক রিভার্স ইমেজ সার্চ ও কিওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় ভাইরাল ভিডিও গুলো সাম্প্রতিক সময়ের নয় বরং বিগত বছরগুলোতে হওয়া বিভিন্ন সময়ের র‍্যালি ও সমাবেশের ভিডিও।  

একই সাথে বিভিন্ন সংগঠন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণের দাবি উঠতে থাকে। তবে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এরই মাঝে অতি সম্প্রতি আওয়ামী লীগের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট পরিসরে ঝটিকা মিছিল বের করতে থাকে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পুরনো সময়ের বিভিন্ন সভা সমাবেশের ভিডিও গুলো সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। 

ভাইরাল ভিডিও গুলো অনুসন্ধানে দেখা যায় প্রতিটি ভিডিওই আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন সময়ের। ম ভিডিওটিতে দাবি করা হয় ভোট জয় উদযাপনে স্বরণকালের সবেচেয় বড় সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আমাদের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি ২০১৮ সালের নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশ করা হয়। প্রতিবেদনটি ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘কবে কোথায় হবে আওয়ামী লীগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ,’ শিরোনামে প্রকাশ করা হয়। অর্থাৎ এই সমাবেশের ভিডিওটি ৬ বছর পুরনো। 

ভিডিওটিতে এনটিভির একটি নিউজক্লিপ ব্যবহার করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশের কার্যক্রম চলছে। ভিডিওটি যাচাই করে দেখা যায় প্রতিবেদনটি সম্প্রতি আপলোড করা হলেও প্রকৃতপক্ষে এটি গত বছর শেখ হাসিনার পতনের ঠিক একদিন আগের তথা ৪ আগস্টের ঘটনা। এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৪ এর ৪ আগস্ট প্রকাশ করা হয়৷ দেখুন এখানে।

ভিডিও এ NEWS24 এর একটি প্রতবেদন ব্যবহার করা হয়। প্রতিবেদনে বলা হয় দেশজুড়ে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। রিভার্স ইমেজ সার্চে জানা যায় ভিডিওটি ২০২২ সালের ২০শে নভেম্বর ‘খন্ড খন্ড মিছিলে আওয়ামী লীগের সমাবেশে মানুষের ঢল’ শিরোনামে  NEWS24 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। অর্থাৎ এই সমাবেশের ভিডিওটিও সাম্প্রতিককালের নয় বরং ২ বছর পুরনো। 

৪র্থ ভিডিওটিতে আওয়ামী মহিলা লীগের শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায়। এই ভিডিওটিও সাম্প্রতিক সময়ে আপলোড করে দাবি করা হয় ‘আওয়ামী মহিলা লীগের সমাবেশ চলছে।’ অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক দাবি করা হলেও এটি ২০২২ সালের ৩ জুনের ঘটনা। প্রতিবেদনটি যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৩রা জুন ‘শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মহিলা লীগের বিক্ষোভ’ শিরোনামে প্রকাশ করা হয়। 

উপরের ভিডিওগুলো যাচাই করে দেখা যায়  সাম্প্রতিককালে আওয়ামী লীগের সভা-সমাবেশ এর ভাইরাল ভিডিওগুলো মুলত সাম্প্রতিক সময়ের নয়। বরং আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে এসব সভা-সমাবেশ সংঘটিত হয়। 

Conclusion: 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ ও রেলির  ভাইরাল ভিডিও গুলো ২০১৯ সাল থেকে ২০২৪ সালের ৪ই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের। এই সভা সমাবেশের কোনটিই ৫ই আগস্টের পরবর্তী সময়ের নয়। অতএব, ভাইরাল দাবিগুলো মিথ্যা। 

Result: False

Our Sources: 
Independent TV, NEWS24
NTV, Jamuna TV


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular