মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckFact Check: আসাদ নূরকে গণধোলাইয়ের দাবি করে প্রচারিত ভিডিওটি মিথ্যা

Fact Check: আসাদ নূরকে গণধোলাইয়ের দাবি করে প্রচারিত ভিডিওটি মিথ্যা

Claim
আসাদ নূরকে গণধোলাই
Fact 
এটি কন্টেন্ট ক্রিয়েটর আকাশ লেনিনের অভিনয়ের একটি ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে নির্বাসিত বাংলাদেশী ব্লগার এবং মানবাধিকার কর্মী আসাদ নূর যিনি ধর্মীয় বিষয়ে কটূক্তি করার জন্য জনপ্রিয় তাকে মারধর করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিওতে প্রচার করা হয়েছে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

নূর
Screenshot taken from Tiktok.com/@qaribayezidjalali07 profile

উল্লেখ্য, গত ৪ আগস্ট আসাদ নুর আবারও ধর্মীয় ও স্পর্শকাতর কটূক্তি করে ভিডিও ছাড়েন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্লগটির ভিডিওর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এরই প্রেক্ষিতে আসাদ নুরকে গ্রেপ্তার করতে সোমবার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। আসাদ নুরের পরিবারের দাবি, ২০১৭ সালে তিনি বাড়ী থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সাথে কোনো যোগযোগ নেই।

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রসভঙ্গ – Roshovonggo নামের একটি ফেসবুক পেজে গত ৮ আগস্টে প্রচারিত হবুহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

প্রকাশিত এই ভিডিওটির ক্যাপশনে তারা জানায়, ভাইরাল ভিডিওটি তারা এক সাপ্তাহ আগে টিকটকে এবং ফেসবুকে পোস্ট করে কিন্তু নেটিজেনরা আসাদ নুর ভেবে গালি দিচ্ছেন তাদের কমেন্টে।

পরবর্তীতে, টিকটকে Akash Lenin নামে অ্যাকাউন্টে গত ৩০ জুলাইয়ে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

@akashlelin গণধোলাই #Roshovonggo #akashlelin #lelin #viral ♬ original sound – Akash Lelin

Conclusion

নির্বাসিত বাংলাদেশী ব্লগার এবং মানবাধিকার কর্মী আসাদ নূর যিনি ধর্মীয় বিষয়ে কটূক্তি করার জন্য জনপ্রিয় তাকে মারধর করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিওতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources
Roshovonggo Facebook Page
Akash Lenin TikTok


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular