Fact- দুবাইয়ে পুলিশের হাতে আরাভ খান গ্রেফতার হয়েছেন।
Claim- এখনও আরাভ খানের গ্রেফতার হওয়া সংক্রান্ত কোন খবর নেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
‘দুবাইয়ে আরাভ খান গ্রেফতার হয়েছেন,’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুক, ফেসবুক, টিকটক, টিকটক ও টিকটক।
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, সংশ্লিষ্ট দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গুগল কি-সার্চ এর সাহায্যে নিউজচেকার বাংলাদেশ দাবিটির বৈধতা যাচাই করে দেখেছে যে, আরাভ খানের দুবাইতে গ্রেফতার হওয়ার ঘটনাটি মিথ্যা।
সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান, আরাভ খানের নিমন্ত্রণে দুবাইতে জুয়েলারি শপ এর উদ্বোধনে গেলে আরাভ খান আলোচনায় আসেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় গণমাধ্যমগুলোতেও আরাভ খানকে নিয়ে আলোচনা শুরু হয়। এই ইস্যুতে বিভিন্ন সময় নানা পত্র-পত্রিকা ও সংবাদ মাধ্যমেরা আরাভ খানের সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। সর্বশেষ আরাভ খান ইন্টারপোলের সহায়তায় দুবাইতে গ্রেফতার হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পরেছে।
উল্লেখ্য, আরাভ খান বাংলাদেশ পুলিশের তালিকায় থাকা একজন পলাতক আসামী। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর একজন উপ- পরিদর্শক খুনের সংশ্লিষ্টতায় তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে তিনি বাংলাদেশ ত্যাগ করে দুবাইতে বসবাস শুরু করেন।
এই সংশ্লিষ্ট প্রতিবেদন দেখুন এখানে- মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, সময়।
এই দাবির সত্যতা উদ্ঘাটনে আমরা দেশীয় গণমাধ্যমের পাশাপাশি অন্যান্য গণমাধ্যম ও প্রতিষ্ঠানে আরাভ খানের গ্রেফতার হওয়ার বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাই। সর্বশেষ খবর অনুযায়ী আরাভ খান এখনও কোথাও গ্রেফতার হননি। গতকাল শনিবার পুলিশের আইজিপি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘দুবাই পুলিশের হাতে আরাভ আটক হয়েছেন মর্মে কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে তাঁকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’’
তিনি আরও বলেন, রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলন সংশ্লিষ্ট প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ, প্রথম আলো, দেশ টিভি ।
এর আগে আরাভ খানের ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালইয়ের পক্ষ থেকেও বিবৃতি দেয়া হয়। গত ২৩ মার্চ নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আরাভ খানের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা চেয়েছে কি না, জানতে চাইলে সেহেলি সাবরিন বলেন, ‘আরাভের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের কাছে কোনো সহায়তা চায় বা আমাদের দূতাবাসের সহায়তা চায়, তাহলে অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য দিয়ে সহায়তা করব। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তথ্য চাওয়া হলে আমরা তথ্য প্রদান করব।’ ব্রিফিংয়ে আরাভ খান দুবাইতে নজরদারিতে আছেন বলেও সাবরিন সাংবাদিকদের জানান।
মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইয়ে গ্রেফতার করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘না, তাকে গ্রেফতার করা হয়নি… আপনারা সময়মতো জানতে পারবেন।’
প্রতিবেদন দেখুন এখানে- নয়াদিগন্ত, ঢাকা ট্রিবিউন, যুগান্তর।
ইন্টারপলের রেড নোটিস
ইতিমধ্যে ইন্টারপোল আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে । ইন্টারপোলের ওয়েবসাইট এ প্রবেশ করলে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ এর প্রমাণ পাওয়া যায়। দেখুন এখানে-
পুলিশের মহা পরিদর্শক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এই ব্যাপারে বলেন যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আবেদন করেছিলো। যা পরবর্তীতে ইন্টারপোল গ্রহণ করে ও রেড নোটিশ জারি করে।
রেড নোটিশ কী ও কীভাবে কাজ করে
ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা যার সদস্য বিশ্বের ১৯৪ টি দেশ। কোন দেশের আসামী সীমানা পেরিয়ে পালিয়ে গেলে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সাহায্য করে থাকে। আর এই প্রক্রিয়ার শুরু হয় রেড নোটিশের আবেদন এর মধ্য দিয়ে। ইন্টারপলের ওয়েবসাইট অনুযায়ী, ‘A Red Notice is a request to law enforcement worldwide to locate and provisionally arrest a person pending extradition, surrender, or similar legal action. A Red Notice is not an international arrest warrant.’
অর্থাৎ, রেড নোটিশ কোন আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা না। রেড নোটিশ জারি করার মাধ্যমে আন্তর্জাতিক আইন সংস্থাগুলোকে কোন দেশের নির্দিষ্ট কোন ব্যক্তি বা আসামীর সম্পর্কে অবগত করা হয়। অতঃপর ইন্টারপোল সংশ্লিষ্ট ব্যক্তিকে খুজে পেতে সাহায্য করে।
তবে ইন্টারপোল সরাসরি কখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারে না। ইন্টারপোল নির্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে তা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার মাধ্যমে কাজ করে। সেক্ষেত্রে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করতে চায় কেবল তখনই কোন পলাতক আসামীকে ফেরত আনা সম্ভব।
Conclusion
অর্থাৎ নিউজচেকার-বাংলাদেশের প্রতিবেদন লিখার সময় পর্যন্ত, সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের কাছে আরাভ খানের এখনও পর্যন্ত গ্রেফতার হওয়ার কোন খবর পাওয়া যায় নি। সুতরাং, আরাভ খানের গ্রেফতার হওয়ার দাবিটি মিথ্যা।
Result: False
Our Sources:
kalerKantha- https://www.kalerkantho.com/online/national/2023/03/26/1264794
Prothom Alo-https://www.prothomalo.com/bangladesh/jesjtt57hd
Desh Tv-https://www.google.com/search?q=%E0%A6%86%E0%A6%
Nayadiganta-https://www.dailynayadiganta.com/crime/736381/%
Dhaka Tribune-https://bangla.dhakatribune.com/bangladesh/2023/03/23/1679577557210
Jugantor-https://www.jugantor.com/national/others/657822/%E0%A6%A6%E0%A7
INTERPOL- https://www.interpol.int/en / https://www.interpol.int/en/How-we-work/Notices/View-Red-Notices#2023-17153
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।