সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact CheckFact check: আড়ং-এর নামে রমজান গিফট ও নগদ অর্থ উপহারের ভাইরাল দাবি...

Fact check: আড়ং-এর নামে রমজান গিফট ও নগদ অর্থ উপহারের ভাইরাল দাবি ভুয়া 

Claim- আড়ং-এর থেকে ‘রমজান গিফট’ ও নগদ অর্থ উপহার দেয়া হচ্ছে
Fact- রমজান উপলক্ষ্যে গিফট ও অর্থ উপহারের দাবিতে প্রচারিত লিংকগুলো ভুয়া 

আড়ং-এর পক্ষ থেকে রমজান গিফট ও রমজান উপলক্ষ্যে ৮০০০০ হাজার টাকা উপহার দেয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু লিংকসযুক্ত বেশকিছু পোস্ট ভাইরাল হয় সম্প্রতি। পোস্টগুলোতে এক বা একাধিক লিংক সংযুক্ত থাকে। এই পোস্টগুলোর কোনটিতে বলা হয় আড়ং থেকে রমজান গিফট হিসেবে আপনি পেতে পারেন ৮০,০০০ টাকা আবার কোন কোনটিতে বলা হচ্ছে আছে আইফোন ১৪প্রো ম্যাক্স কেনার সুযোগ। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

আড়ং-এর পক্ষ থেকে রমজান উপলক্ষ্যে উপহার দাবিতে ভাইরাল পোস্টগুলো যাচাই করতে সরবরাহকৃত লিংকগুলোতে প্রবেশ করা হয়। লিংকগুলোগতে প্রবেশ করলে আড়ং-এর আদলে তৈরি করা একটি ওয়েবসাইট এ নিয়ে যাওয়া হয়। যার সাথে ক্লোথিং ব্র্যান্ড আড়ং এর কোন সম্পর্ক নেই। ভাইরাল লিংকগুলোর কোন কোনটি (,) আবার ব্ল্যাংক পেইজে নিয়ে যাচ্ছে। 

এছাড়াও আড়ং এর মূল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে(ফেসবুক, ইন্সটাগ্রাম) চলমান ঈদ মৌসুমকে ঘিরে এমন কোন গিফট ক্যাম্পেইনের অস্তিত্ব পাওয়া যায় নি। 

ভাইরাল পোস্টগুলোতে থাকা লিংকগুলোতে প্রবেশ করলে সর্বপ্রথম আপনাকে বিজয়ী হিসেবে দেখানো হয়। অতঃপর, চারটি প্রশ্ন করা হয়। প্রশ্নগুলোর উত্তর দেয়ার পর পরবর্তীতে একটি নতুন পেইজে নিয়ে গিয়ে গিফট বক্স সিলেক্ট করার মাধ্যমে পুরষ্কার জিতে নেয়ার সুযোগ পেয়েছেন বলা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ তিন বার চেষ্টা করতে পারবে। গিফট বক্স সিলেক্ট করলে প্রথম বা দ্বিতীয় এ্যাটাম্পটেই আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে। এরপর আপনাকে উক্ত লিংকটি ২০ জন বন্ধুকে শেয়ার করতে বলা হয়। 

মুলত বিশেষ বিশেষ কোন দিবস এর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এ ধরণের ভুয়া লিংক ও ওয়েবসাইটগুলো ভাইরাল হয়। 

Conclusion: 

অর্থাৎ, আড়ং থেকে রমজান উপলক্ষ্যে নগদ অর্থ ও আইফোন ১৪ প্রো ম্যাক্স উপহার হিসাবে দেয়ার ক্যাম্পেইনটি ভুয়া। 

Result: False

Our Sources: 
আড়ং-ফেসবুক, ইন্সটাগ্রাম


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular