মঙ্গলবার, মে 6, 2025
মঙ্গলবার, মে 6, 2025

HomeFact CheckFact Check: পেহেলগাম হামলায় নিহতদের দাবিতে ভাইরাল তালিকাটি প্রকৃত তালিকা নয় 

Fact Check: পেহেলগাম হামলায় নিহতদের দাবিতে ভাইরাল তালিকাটি প্রকৃত তালিকা নয় 

Claim– পেহেলগাম হামলায় ২৬ জন নিহতদের ১৫ জনই মুসলিম। 
Fact– নিহতদের ভাইরাল তালিকাটি প্রকৃত তালিকা নয়।

সম্প্রতি পেহেলগাম সন্ত্রাসী হামলার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে এটি ২৬ জন মৃতের আসল তালিকা এবং এতে ১৫ জন মুসলিম রয়েছেন।

ভাইরাল পোস্টে লেখা হয়েছে, “পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের সম্পূর্ণ তালিকা ইন্ডিয়া টিভির সৌজন্যে উপস্থাপন করা হলো। মৃতদের মধ্যে ১৫ জন মুসলমান।” তাতে লেখা হয়েছে, “১- মোহাম্মদ আসিফ ইউ.পি, ২- আনিস কুরেশী উ.প, ৩- ফয়সাল খান দিল্লি, ৪- সেলিম বেগ রাজস্থান, ৫-অনিল রায় বিহার, ৬- রমেশ যাদব উ.প্র., ৭- প্রদীপ মিশ্র ইউপি, ৮- আরিফ কুরেশী উ.প্র., ৯- প্রবীণ ঠাকুর হরিয়ানা, ১০- জামিল আহমেদ পাঞ্জাব, ১১- সুরেশ কুমার দিল্লি, ১২- মহসিন শেখ মহারাষ্ট্র, ১৩- আফজাল আনসারী বিহার, ১৪- মঞ্জু শর্মা রাজস্থান, ১৫- দীপক ভার্মা ইউপি, ১৬- নাদিম খান উ.প্র., ১৭- সুনীল গুপ্ত বিহার, ১৮- আসলাম মির্জা গুজরাট, ১৯- রাকেশ যাদব সাংসদ, ২০- শরীফ শেখ মহারাষ্ট্র, ২১- শাহিদ হোসেন দিল্লি, ২২- রিয়াজ আহমেদ জম্মু, ২৩- মীনাক্ষী ত্রিপাঠী উ.প্র., ২৪ – সেলিম খান উ.প্র., ২৫ – নীরজ ভার্মা হরিয়ানা, ২৬- ইরশাদ খান দিল্লি।”

পোস্টগুলোতে আরও দাবি করা হয় এটি ভারতীয় মিডিয়ার পক্ষপাতদুষ্ট আচরণ যা হিন্দু মুসলিম দাঙ্গ বাধানোর পাথেয়। পোস্টগুলো দেখুন এখানেএখানে। 

ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ ফেসবুক/ইউজার

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল দাবিটি মিথ্যা।

Fact Check/Verification

পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের আসল তালিকা বলে ভাইরাল হওয়া দাবির সত্যতা যাচাই করার জন্য, আমরা প্রথমে প্রশাসন কর্তৃক প্রকাশিত তালিকাটি পরীক্ষা করি। আমরা এই তালিকায়ও ২৬টি নাম খুঁজে পাই, কিন্তু এতে থাকা মৃতদের নাম ভাইরাল তালিকার সাথে মেলেনি।

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিহতদের মূল তালিকা

যেমন, ভাইরাল তালিকায় বলা হয়েছে যে উত্তর প্রদেশের মৃতের সংখ্যা ৭, যেখানে আসল তালিকা এবং মিডিয়া রিপোর্ট অনুসারে মৃতদের মধ্যে কেবল একজন, শুভম দ্বিবেদী উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। একইভাবে ভাইরাল তালিকায় বলা হয়েছে যে মৃতদের মধ্যে তিনজন বিহারের ছিলেন, যেখানে আসলে বিহারের কেবল মণীশ রঞ্জন এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

একইভাবে ভাইরাল তালিকায় দাবি করা হয়েছে যে মৃতদের মধ্যে ১৫ জন মুসলমান, যেখানে আসল তালিকা এবং যাচাইকৃত মিডিয়া রিপোর্ট অনুসারে, কেবল একজন মুসলিম, জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বাসিন্দা সৈয়দ আদিল হুসেন শাহ এই হামলায় নিহত হয়েছেন। সৈয়দ হায়দার শাহ মানুষকে বাঁচানোর সময় সন্ত্রাসীদের নৃশংসতার শিকার হন।

এছাড়াও, আমরা হিন্দুস্তান টাইমস কর্তৃক ২৪শে এপ্রিল প্রকাশিত একটি সংবাদপত্রেও পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পাই। এই প্রতিবেদনে থাকা মৃতদের নাম এবং আসল তালিকায় থাকা মৃতদের নাম সম্পূর্ণরূপে মিলে যায়।

নিহতদের তালিকা ও বর্ণনা
কার্টেসিঃ হিন্দুস্তান টাইমস/ইন্টারনেট

Conclusion

উপরের অনুসন্ধানের ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে কাশ্মীরের পেহেলগাম হামলায় নিহতদের তালিকা দাবিতে প্রচারিত ভাইরাল তালিকাটি প্রকৃত তালিকা নয়। একইসাথে, ২৬ জন মৃতের মধ্যে ১৫ জন মুসলিম হওয়ার দাবিটিও সম্পূর্ণ ভিত্তিহীন।

Result: False

Our Sources
Full List of Deceased Persons released by authority
Report by Hindustan Times on 24th April 2025


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular