মঙ্গলবার, এপ্রিল 1, 2025
মঙ্গলবার, এপ্রিল 1, 2025

HomeFact CheckFact Check: শেখ হাসিনা মহানবীর রওজা মোবারক জিয়ারত করছেন দাবিতে প্রচারিত ভিডিওটি...

Fact Check: শেখ হাসিনা মহানবীর রওজা মোবারক জিয়ারত করছেন দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা শরিফ জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন। ভিডিওটিতে আরও বলা হয়েছে যে, এ সময় তাঁর সঙ্গে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

হাসিনা

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গণমাধ্যম ‘Rtv News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৫ নভেম্বর ‘মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে একই ঘটনা নিয়ে প্রকাশিত ‘একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। পরবর্তীতে, উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে একাধিক মূল ধারার গণমাধ্যমে ২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Read More: শেখ হাসিনা ও জাতিসংঘ অধিবেশনে তার ভাষণ দেয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি

প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। ৫ নভেম্বর (রোববার) স্থানীয় সময় দুপুরে তিনি মদিনায় পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি পবিত্র মসজিদে নববীতে গমন করেন এবং মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করে দোয়া করেন। মসজিদে নববীতে তিনি আসরের নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

সুতরাং, ২০২৩ সালের ঘটনাকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা মহানবীর রওজা মোবারক জিয়ারতের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা। 

Result: False

Our Sources
RTV News
Kalerkantho
Bangla Tribune
Ittefaq


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular