Claim
পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গাওয়া একটি ইসলামিক গান
Fact
গানটি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর গাওয়া নয় বরং মাহির জেইন নামক সুইডিশ শিল্পীর গাওয়া একটি গানকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে রোনালদোর গাওয়া গান দাবিতে প্রচার করা হচ্ছে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গাওয়া গান দাবিতে একটি ইসলামিক গানের ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত গানটি Maher Zain নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৯ মে আপলোডকৃত Rahmatun Lil’Alameen টাইটেলে একটি ভিডিওতে খুঁজে পাওয়া যায়।
চ্যানেলের ডেসক্রিপশন পর্যালোচনা করা জানা যায় আলোচ্য গানটি Maher Zain নামের জনৈক সুইডিশ শিল্পীর গাওয়া।
তাছাড়া এই গানটি রোনালদো গেয়েছেন এমন কোনো সংস্করণ নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ এটি রোনালদোর ভয়েজ নকল করে এডিটের সহায়তায় বানানো হয়েছে।
Conclusion
ভাইরাল গানটি সুইডিশ সঙ্গীতশিল্পী মাহের জেইন এর গাওয়া এবং এটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কণ্ঠ জুড়ে দিয়ে উক্ত গানের অডিও ক্লিপটি তৈরি করা হয়েছে
Result: False
Our Sources
Maher Zain YouTube
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।