বুধবার, মার্চ 12, 2025
বুধবার, মার্চ 12, 2025

HomeUncategorized @bnFact Check: ইফতার টেবিলে রোনালদো-জর্জিনার ভাইরাল ছবিটি ভুয়া

Fact Check: ইফতার টেবিলে রোনালদো-জর্জিনার ভাইরাল ছবিটি ভুয়া

Claim

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সাদা পাঞ্জাবি পরা অবস্থায় দেখা গেছে, আর তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ হিজাব পরিহিত ছিলেন। ছবিটিতে তাদের পেছনে সাজানো খাবারের টেবিলে ইফতারের আয়োজনও চোখে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোনালদো

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Abdulrahman Ahmed’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১ মার্চ প্রকাশিত একটি পোস্টে উক্ত ছবি সম্বলিত পোস্টটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ইনস্টাগ্রাম প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, অ্যাকাউন্টটির বায়োতে ব্যবহারকারী নিজেকে “ক্রিয়েটিভ এআই ডিজাইনার” হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়াও, প্রোফাইলে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আরও অনেক ছবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মক্কায় মেসি ও রোনালদোর ছবি, মক্কায় রোনালদো ও জর্জিনার ছবি, এবং ইফতার টেবিলে রোনালদোর সঙ্গে একাধিক ফুটবল খেলোয়াড়ের সেলফি। এসব তথ্য ইঙ্গিত করে যে ভাইরাল হওয়া ছবিটিও কৃত্রিমভাবে তৈরি হতে পারে। দেখুন এখানে, এখানে এবং এখানে। 

আরো পড়ুনঃ ২০১৯ সালের ঘটনাকে সম্প্রতি নারী নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার 

পরবর্তীতে, ছবিটির সত্যতা নিশ্চিত করতে ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মোডারেশন-এ বিশ্লেষণ করা হয়। ওয়েবসাইটটির বিশ্লেষণে দেখা গেছে, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭.৩%। 

তাছাড়া, আরও দুটি ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম, Isitai এবং Sightengine, ছবিটি বিশ্লেষণ করে একই তথ্য দিয়েছে—এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া এই বিশ্লেষণ নিশ্চিত করে যে ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

সুতরাং, ইফতার টেবিলে রোনালদো-জর্জিনার এআই দিয়ে তৈরি করা ছবি বাস্তব বলে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

Result: Altered Photo/Video

Our Sources
Abdulrahman Ahmed Instagram Post
Result of Hivemoderation, isItAi and SightEngine


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular