Claim
আর্জেন্টিনায় বিভিন্ন শহরে এভাবেই এমির ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
Fact
এটি কোনো বাস্তব ভাস্কর্যের ছবি নয় বরং টমার এসকোবার আলোনসো নামের এক ডিজাইনারের তৈরি ছবি মাত্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে কাতার ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের কিছু ভাস্কর্যের ছবি প্রচার করে দাবি করা হয় আর্জেন্টিনায় বিভিন্ন শহরে এভাবেই এমির ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে এবং ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘infobae’ এর ওয়েবসাইটে ২১ ডিসেম্বর ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, ২১ ডিসেম্বর সকাল থেকে মার দেল প্লাতা শহরের অ্যাস্টর পিয়াজজোলা স্কোয়ারে একটি সিমেন্টের তোরণে মার্টিনেজের বিশালাকার একটি ছবি টাঙানো দেখতে পেয়েছেন পথচারীরা। মার্টিনেজের গোল বাঁচানোর একটি দৃশ্যের আদলে তৈরি করা হয়েছে প্রিন্টেড ছবিটি। এছাড়া প্রতিবেদন হতে আরো জানা যায় একই স্থানে একটি ব্রোঞ্জের স্ট্যাচু তৈরির বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে এবং কাউন্সিলর ফার্নান্দো মুরো এটি নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করেছেন।
পরবর্তীতে, ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইন্সটাগ্রামে ২০২২ সালের ২৬শে ডিসেম্বরে Tomas Escobar Alonso নামের একটি অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে মূল ছবিগুলো পাওয়া যায়। পোস্টের ক্যাপশন হতে জানা যায় বড়দিনে মার্টিনেজের স্ট্যাচু তৈরির জন্য টমাস এই ছবিগুলো দিয়ে প্রস্তাব দিয়েছেন। Tomas Escobar Alonso এর ইন্সটাগ্রাম প্রোফাইল হতে জানা যায় তিনি একজন স্পোর্টস গ্রাফিকস ডিজাইনার।
ছবিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে টমাসের সঙ্গে নিউজচেকার বাংলাদেশ যোগাযোগ করলে তিনি জানান, ভাস্কর্যের এই ডিজাইনগুলো তিনি তৈরি করেছেন এবং এই ডিজাইনের আদলে বাস্তবে কোনো ভাস্কর্য তৈরি হয়নি।
Conclusion
ডিজাইনারের তৈরি এমিলিয়ানো মার্টিনেজের একটি ভাস্কর্যের ছবিকে বাস্তবে আর্জেন্টিনায় এমির ভাস্কর্য নির্মাণ করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Infobae Report
Tomas Escobar Alonso instagram post
Conversation with Tomas Escobar Alonso
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।