Claim- উপদেষ্টা আসিফ মাহমুদ এর বাবার পাওয়ার কত দেখেন।
Fact- ভিডিওতে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদ এর বাবা নন।
‘উপদেষ্টার বাবা বলে কথা’ ‘উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার পাওয়ার কত দেখেন’ ইত্যাদি দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি-পাজামা পরিহিত একজন ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে থাপ্পড় মারে যা পরবর্তীতে হাতাহাতিতে পর্যবসিত হয়।
ক্যাপশনগুলোতে দাবি করা হচ্ছে তিনি ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূইঞার বাবা।
ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা একাধিক রিভার্স ইমেজ সার্চ ও ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। এতে করে আমরা একই ভিডিওর গত বছরের একটিও ডিজিটাল ফুটপ্রিন্ট আবিষ্কার করি।
একই ভিডিওটি উপদেষ্টা আসিফ মাহমুদের ৮ই আগস্ট শপথ নেয়ার পূর্ববর্তী সময়ে ফেসবুকে একজন ব্যবহারকারী, ‘লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের আবুল হাসনাত হাসনাইন ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারের প্রকাশ্য মারামারি।
উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে। আজ বুধবার দুপুরের ঘটনা।’ ক্যাপশনে তার আইডিতে গত বছর তথা ২০২৪ এর ৫ই জুন আপলোড করে। মূল ভিডিও দেখুন এখানে।
উপরিউক্ত ভিডিওর সূত্র ধরে আমরা কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করি যা থেকে সংশ্লিষ্ট ঘটনার একাধিক প্রতিবেদন সামনে আসে। দেখুন এখানে- সময় টিভি ও দৈনিক সমকাল।
প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন চেয়ারম্যান প্রার্থী, হাসনাত হাছনাইন, এর উপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার হামলা করেন। মোটর সাইকেল থেকে নামা ব্যক্তি ফখরুল আলম হাওলাদার। অন্যদিকে আক্রমণের শিকার ব্যক্তি হাসনাত হাছনাইন।
এছাড়াও ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে করা একাধিক প্রতিবেদন থেকে তার পিতার ছবি স্পষ্ট হয় যার সাথে ভাইরাল ভিডিওতে থাকা আক্রমণাত্মক ব্যক্তির কোন মিল নেই। প্রতিবেদন দেখুন এখানে- আরটিভি (১ ও ২), যায়যায়দিন।
অর্থাৎ, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছে যে ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটি ভোলা জেলার মোহনলাল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নন।
Conclusion:
সুতরাং, ভাইরাল ভিডিওর মূল ভিডিও এবং একাধিক প্রতিবেদন সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছে যে ভাইরাল ভিডিওতে মারধর করতে থাকা ব্যক্তিটি ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঞার বাবা নন। বরং মোহনলাল উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
Result: False
Our Sources:
ফেসবুকের মূল ভিডিও।
সময় টিভি ও দৈনিক সমকাল
আরটিভি (১ ও ২), যায়যায়দিন
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।