মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckFact check: শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর

Fact check: শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর

Claim

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল দাবিতে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। ভাইরাল পোস্টগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটরের একটি বক্তব্যের সুত্র ধরে এ দাবি করা হয়। পোস্টগুলো দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে এখানে। 

একাধিক গণমাধ্যমও খবরটি প্রকাশ করেছিলো। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির খবরটির সত্যতা যাচাই করতে গিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধান থেকে জানা যায় ইন্টারপোলের শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

মুলত গতকাল রবিবার(২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অনানুষ্ঠানিক এক সাক্ষাতকারে প্রতিবেদকদের বলেন শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সাংবাদিক কখন রেড নোটিশ জারি করেছেন জানতে চাইলে তিনি বলেন এটা আবেদন করলেই জারি হয়ে যায়। প্রতিবেদন দেখুন এখানে। মূলত এই বক্তব্যের পরপরই দাবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। 

পরবর্তীত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রাঙ্গণে এক সংবাদ বিবৃতিতে বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ও আইজিপির অফিস থেকে নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে কি না সে ব্যপারে নিশ্চিত করে বলতে পারবে না। প্রতিবেদন দেখুন এখানে- যমুনা টিভি, ঢাকা ট্রিবিউন। 

অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে আবেদন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী আপডেট দিতে পারবে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। 

ইন্টারপোলের ওয়েবসাইটেও শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি। 

সুতরাং, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির দাবিতে ভাইরাল পোস্টগুলো বিভ্রান্তিকর। তবে রেড নোটিশ জারির জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি তাজুল ইসলাম। 

Result: False

Our Sources: 
ইন্টারপোল ওয়েবসাইট
যমুনা টিভি, ঢাকা ট্রিবিউন


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular