বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: ড. ইউনূস পদত্যাগ করেছেন দাবিতে ভিন্ন ছবি ও মিথ্যা তথ্য...

Fact Check: ড. ইউনূস পদত্যাগ করেছেন দাবিতে ভিন্ন ছবি ও মিথ্যা তথ্য প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটক এবং ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কাছে পদত্যাগ করেছেন এবং এর প্রেক্ষিতে সারাদেশে মার্শাল ল জারি করা হয়েছে দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারতি পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

উক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (Inter-Services Public Relations) বা আইএসপিআর এর ওয়েবসাইটে গত ০৬ অক্টোবর “সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসশিরোনামে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from ISPR Website

ছবির বিবরণ অনুযায়ী, গত ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সে সময় পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন। আলোচিত দাবির ভিত্তিতে প্রচারিত ছবিটি ওই সময়েই তোলা হয়।

তাছাড়া, আইএসপিআর এর বরাতে একই ছবি দিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করে একাধিক গণমাধ্যম দেখুন এখানে এবং এখানে। 

তাছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ সম্পর্কিত যে দাবি প্রচারিত হচ্ছে এমন খবরের কোনো ভিত্তি নেই। ড. ইউনূস এখন পর্যন্ত (২২ অক্টোবর ২০২৪) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে বহাল আছেন এবং তার পদত্যাগের বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা সূত্র নেই। 

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন এবং সারাদেশে মার্শাল ল জারি করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
Inter-Services Public Relations Directorate 
Kalerkantho
NewsBangla24


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular