Claim
তুর্কির সেনাবাহিনী চলে আসছে ফিলিস্তিনে
Fact
ভিডিওটি ফেব্রুয়ারিতে ঘটা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তুরস্কের সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে যাওয়ার
সম্প্রতি চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তুরস্কের পতাকা যুক্ত একটি ট্রাক ভর্তি সশস্ত্র বাহিনীর সদস্য থাকার ভিডিওকে প্রচার করে দাবি করা হয়েছে তুরস্কের সেনাবাহিনী এখন ফিলিস্তিনে চলে এসেছে। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফেসবুকে গত ১৩ ফেব্রুয়ারিতে Sarı Saçlım Mavi Gözlüm নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে দেয়া হয় “We are a country whose army is a nation”।
পরবর্তীতে, তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম Yeniçağ এ একই দিনে “This is how they carried the soldiers to the earthquake zone” (অনুবাদিত) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে মূল ভিডিওর একটি ফ্রেম সহ অন্য আরেকটি ভিডিও ছিলো।
প্রতিবেদন হতে জানা যায় এটি তুরস্কে গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ট্রাকে করে তুরস্কের সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে যাওয়ার ভিডিও।
Read More: বৈরুত বিস্ফোরণের পুরোনো ভিডিওকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চিত্র দাবিতে প্রচার
Conclusion
গত ফেব্রুয়ারিতে তুরস্কে ঘটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ট্রাকে করে তুরস্কের সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে যাওয়ার ভিডিওকে ফিলিস্তিনে তুরস্কের সেনাবাহিনী যাওয়ার দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Video published on Sarı Saçlım Mavi Gözlüm Facebook Page on 13 February 2023
A report published on Yeniçağ on 13 February 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।