রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঁদুর পরানোর ছবিটি বিকৃত করা

Fact Check: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঁদুর পরানোর ছবিটি বিকৃত করা

Claim
শেখ হাসিনাকে সিঁদুর পরিয়ে দেওয়ার একটি ছবি শেখ হাসিনাকে সিঁদুর পরিয়ে দেওয়ার একটি ছবি 
Fact 
ছবিটি প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিঁদুর পরাতে দেখা যাচ্ছে। এমন দাবিতে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে। 

শেখ হাসিনা

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘India Today’ এর ওয়েবসাইটে ২০১২ সালের ২০ জানুয়ারী “India tip-off foils coup in Bangladesh” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনার আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from India Today

মূলত ২০১২ সালের ১১ জানুয়ারী দুইদিনের সফরে ভারতের আগরতলায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে গার্ড অব অনার প্রদানের সময় তোলা একটি ছবিতে এডিটে করে ‘ভিন্ন কোনো ছবি থেকে এক নারী কর্তৃক সিঁদুর পরিয়ে দেওয়ার’ ছবি বসিয়ে ফেসবুকে প্রচার হয়ে আসছে

Conclusion

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের আগরতলা সফরকালীন সময়ের ছবিকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
India today 
New Indian Express


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular