শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact CheckFact Check: তুরস্কে হুজুর কতৃক পরী কে বন্দি করার দাবিতে প্রচারিত ভিডিওটি...

Fact Check: তুরস্কে হুজুর কতৃক পরী কে বন্দি করার দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা  

Claim
তুরস্কের ইস্তানবুলে পরীরা অজু করতে এলে হুজুর তাদের বন্দী করে
Fact
এটি ইস্তাম্বুলে রাষ্ট্রপতি ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে তুরস্কের ইস্তানবুলে পরীরা অজু করতে এলে হুজুর তাদের বন্দী করে রাখে। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে

তুরস্ক

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিওটির সত্যতা যাচাই করতে ভিডিও হতে কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে, “Türkiye Gazetesi” নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৫ জুলাই “Saraçhane 15 July Monument Opened” শিরোনামে প্রকাশিত ভিডিওটির ৫ মিনিট ৫০ সেকেন্ড হতে ৬ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত সাম্প্রতিক সময়ে টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়।

তাছাড়া, ‘CNNTURK’ নামের ওয়েবসাইটে ২০১৮ সালের ১৫ জুলাই “Saraçhane 15 Temmuz Anıtı” açıldı” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।প্রতিবেদন হতে জানা যায়, ইস্তাম্বুলে শোভাময় পুল থেকে যারা অজু করে তাদের দৃশ্যকে কেন্দ্র করে ২০১৮ সালে রাষ্ট্রপতি ভবনের সামনে মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি (IMM) দ্বারা নির্মিত একটি ভাস্কর্য এটি। 

Conclusion

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভাস্কর্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে এটি ইমাম সাহেব কর্তৃক বন্দি করে রাখা জিন দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
Türkiye Gazetesi
CNNTurk


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular