রবিবার, নভেম্বর 24, 2024
রবিবার, নভেম্বর 24, 2024

HomeFact CheckFact Check: না, এটি মাটির নিচে পাওয়া নবীজীর সাহাবীর মাথা নয়

Fact Check: না, এটি মাটির নিচে পাওয়া নবীজীর সাহাবীর মাথা নয়

Claim
নবীজীর সাহাবির মাথা মাটির নিচে পাওয়া গেছে সৌদি আরবে

Fact
এটি ইরাকের শিয়া মতাবলম্বীদের হস্তনির্মিত হোসেন (রা.) এর প্রতিকৃতি

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভূমিকম্পের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হয় ইসলামের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর একজন সাহাবীর মাথা সৌদি আরবে মাটির নিচে পাওয়া গেছে। ভিডিওটি দেখুন এখানে। 

সাহাবী
Screenshot taken from TikTok user profile

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Mujadied Chanel’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০০৯ সালের ১২ মার্চে ‘Shia Ritual Paganism‘ শিরোনামের প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানের মাধ্যমে ebnhussein.com নামের একটি ওয়েবসাইটে ‘SHIA SAINT STATUES – PAGANISM IN THE NAME OF THE AHLUL-BAYT‘ শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে উক্ত ভিডিওটিরই স্থিরচিত্র সহ মাথাটির একাধিক এঙ্গেলের ছবি পাওয়া যায়। ছবিগুলোর একটির উপর লেখা রয়েছে যেটিকে অনুবাদ করে জানা যায় এটি ইরাকের শিয়া মতাবলম্বীদের হস্তনির্মিত হোসেন (রা.) এর প্রতিকৃতি। 

Screenshot taken from ebnhussein.com website

এছাড়া, প্রতিবেদনটিতে একাধিক এঙ্গেলে মাথাটির ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত ছবি পাওয়া যায়। 

Screenshot taken from ebnhussein.com website

Conclusion

ইরাকের শিয়া মতাবলম্বীদের হস্তনির্মিত হোসেন (রা.) এর প্রতিকৃতির পুরোনো ভিডিওকে নবীজীর একজন সাহাবীর মাথা সৌদি আরবের মাটির নিচে পাওয়া গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular