বুধবার, নভেম্বর 27, 2024
বুধবার, নভেম্বর 27, 2024

HomeFact CheckFact Check: ভিডিওটি চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক ভূমিকম্পের নয়

Fact Check: ভিডিওটি চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক ভূমিকম্পের নয়

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভূমিকম্পের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে এটি চীন-তাজিকিস্তানের সাম্প্রতিক সময়ের ভূমিকম্পে সময়কার দৃশ্য। টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে এবং এখানে

চীন
Screenshot taken from TikTok user profile

তাছাড়া, বাংলাদেশি মূলধারার গণমাধ্যম যমুনা নিউজও উক্ত ভিডিওটি দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে (আর্কাইভ)।

Screenshot taken from Jamuna TV YouTube channel

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি তাজিকিস্তানে চীনের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম ‘TRT World Now’ এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারিতে “ Magnitude 7.1 earthquake hits Japan’s Fukushima” শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, ভাইরাল ভিডিওটি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘Daily Mail’ এবং তুরস্কের সংবাদমাধ্যম ‘A News’ এর ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। দুই সংবাদমাধ্যমেও ভিডিওটিকে জাপানের ভূমিকম্পের ফুটেজ বলে উল্লেখ করা হয়েছে।

Screenshot taken from Daily mail

মূলত, ভিডিওটি ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাপানে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প পরবর্তী। 

Conclusion

জাপানে ২০২১ সালের ভূমিকম্পের ভিডিওকে চীন-তাজিকিস্তান সীমান্তে হওয়া সাম্প্রতিক সময়ের ভূমিকম্পে সময়কার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular