রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: না এটি বাংলাদেশ ভারতের পানির বাঁধের নয় 

Fact Check: না এটি বাংলাদেশ ভারতের পানির বাঁধের নয় 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পানির বাঁধের একটি ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশ ভারতের পানির বাঁধ। ভিডিওটি আপলোডের পর প্রায় ২ মিলিয়ন ভিউ এবং ৮৪ হাজার বার লাইক করা হয়েছে। 

ভারত

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম People’s Daily China এর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ০৩ জুলাইয়ে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, অপর আরেক চীনা রাষ্ট্রায়ত্ত ইংরেজি ভাষী গণমাধ্যম CGTN এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে “Aerial China: One of the world’s highest multiple arch dams – Meishan Reservoir Dam” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। 

মূলত, এটি পূর্ব চীনের আনহুই প্রদেশে অবস্থিত মেইশান ড্যাম (Meishan Reservoir Dam)। যার নির্মাণ কাজ ১৯৫৬ সালে শেষ করা হয়। 

Conclusion

চীনের আনহুই প্রদেশে অবস্থিত মেইশান বাঁধের ভিডিওকে বাংলাদেশ-ভারতে অবস্থিত পানির বাঁধ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular