শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact Checkনা, এই ভিডিওটি নেপালে বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ নয়

না, এই ভিডিওটি নেপালে বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ নয়

সম্প্রতি, সামাজিক বিনোদন মাধ্যম টিকটকে, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। মৃতদেহ চিত্রিত এই ভাইরাল  ভিডিওতে দাবি করা হয়, এই মরদেহগুলো সাম্প্রতিক নেপাল বিমান দুর্ঘটনায় মৃতব্যক্তিদের। 

ভিডিওটি নেপালে বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ নয় image 1

ভাইরাল ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

নিউজচেকার যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা।

Fact Check/ Verification:

ভিডিওটির কী-ফ্রেম অনুসন্ধানের মাধ্যমে, ইউটিউবে ৩০শে অক্টোবর ২০২২ সালে “RATUSAN JAZAD SEGAR HEBOHKAN TABANAN – Calonarang 108 Watangan PECAHKAN REKOR MURI ‼️” শিরেনামে একটি ভিডিওর সন্ধান মেলে। ভিডিওতে যে সাদা কাপড় ব্যবহার করা হয়েছে, তার সাথে ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্য পাওয়া যায়। এবং শিরোনামটি অনুবাদ করে জানা যায়, “শত শত তাজা জাজাদের লেখা তাবানন – ক্যালোনারং 108 ওয়াতাঙ্গন মুড়ি রেকর্ড ভেঙেছে।”

কী-ফ্রেম অনুসন্ধানে আরেকটি ভিডিও পাওয়া যায়, যার সাথে মিল পাওয়া যায় ভাইরাল ভিডিওগুলোর। ৩১শে অক্টোবর ২০২২-এ Dek Ghen নামে এক ইউটিউব ব্যবহারকারি 108 Watangan Calonarang Mandala Suci শিরোনামে একটি ভিডিও আপলোড করে। 

এছাড়া, ৩১শে অক্টোবর ২০২২-এ Detik News এর ওয়েবসাইটে, এই উৎসবের ছবি পাওয়া গেছে।  সংবাদ মাধ্যমটি তাদের ওয়েবসাইটটি ইন্দোনেশিয়ান ভাষায় নিশ্চিত করেছে যে, এই ছবিগুলি “ক্যালোনারং” নামক একটি ঐতিহ্যবাহী উৎসবের অংশ। অর্থাৎ, এটি নেপালে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মৃতব্যাক্তিদের মরদেহর দৃশ্য নয়।

Conclusion

বালিতে একটি ঐতিহ্যবাহি অনুষ্ঠিকতা মিথ্যাভাবে নেপাল বিমান দুর্ঘটনায় মৃতব্যাক্তিদের মরদেহ দাবিতে ভাইরাল হয়েছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular