সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথিবীর একটি ডিজিটাল ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “মহাশূন্যে থেকে এন্টারটিকা মহাদেশ”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ম্যাগাজিন ওয়েবসাট ‘Slate’ এ ২০১৬ সালের ১৭ আগষ্টে “No, That’s Not a Picture of Antarctica From Space” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন হতে জানা যায় ২০০৫ সালের ২১ সেপ্টেম্বরে অ্যান্টার্কটিকার চারপাশে সমুদ্রের বরফের পরিমাণ দেখানোর জন্য একটি কম্পিউটারে তৈরিকৃত চিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মহাকাশ গবেষণা সংস্থা ‘NASA’ এর ওয়েবসাইটে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি “Global View of the Arctic and Antarctic on September 21, 2005” শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
Read More: না, রেলস্টেশনে ব্লুটুথের কারণে ব্যক্তিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়নি
নাসার প্রতিবেদন হতে জানা যায় আন্তর্জাতিক মেরু বছর উপলক্ষে আর্কটিক এবং অ্যান্টার্কটিকের সমুদ্রের বরফের বৈশ্বিক দৃশ্য দেখানোর জন্য কম্পিউটারের সাহায্যে তৈরি করা ছবি হিসেবে উল্লেখ করা হয়।পাশাপাশি, ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে সমুদ্রের বরফ সর্বনিম্ন তাপমাত্রা থাকার কারণে অ্যান্টার্কটিকার চারপাশে সমুদ্রের বরফের পরিমাণ দেখানোর জন্য ছবিটি সম্পাদন করা হয়েছিলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Conclusion
অ্যান্টার্কটিকার চারপাশে সমুদ্রের বরফের পরিমাণ দেখানোর জন্য কম্পিউটারে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরিকৃত একটি ছবিকে মহাশূন্যে থেকে এন্টারটিকা মহাদেশের বাস্তব ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।