বৃহস্পতিবার, জানুয়ারি 2, 2025
বৃহস্পতিবার, জানুয়ারি 2, 2025

HomeFact Checkকাতারে বাঙালি মেয়ের সাথে মেসির সাক্ষাতের দাবিটি মিথ্যা

কাতারে বাঙালি মেয়ের সাথে মেসির সাক্ষাতের দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুবাইয়ের শ্রম মন্ত্রণালয় থেকে গ্রিন বিজনেস সম্মাননা অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশের নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী তামান্না আক্তার ইয়াসমিন এর সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির সাক্ষাতের দাবিতে একটি ছবি প্রচার করা হয়। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি ভাষার দৈনিক ‘Gulf Today’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারী “Dubai Expo 2020 ambassador and Barca star Messi meets minister” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

মেসি
Screenshot taken from Gulf Today

প্রতিবেদন থেকে জানা যায়, দুবাই এক্সপো ২০২০ এর এম্বাসেডর লিওনেল মেসি সোমবার (১৭ ফেব্রুয়ারী) এক্সপো ২০২০-এর ডিরেক্টর জেনারেল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমির সাথে দেখা করেছেন।

Read More: কাতারে ১২০ জনের ইসলাম গ্রহণের ভিডিওটি পুরোনো 

এছাড়া, গালফ ডেইলি নিউজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও সেসময়ে প্রকাশিত ছবিটি পাওয়া যায়।

Conclusion

আরব আমিরাতের দুবাইয়ে দেশটির প্রতিমন্ত্রী রিম আল হাশেমির সাথে মেসির ছবিকে কাতারে বাঙালি মেয়ে তামান্না ইয়াসমিন এর সাথে মেসির সৌজন্য সাক্ষাৎ হয়েছে দাবি করে দুজনের সাক্ষাতের একটি ছবি প্রচার করা হচ্ছে। 

Result: False  


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular